রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আমেরিকা ভুল বুঝছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আমেরিকা ভুল বুঝছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেছেন, কিছু লোকের অপপ্রচারের কারণে র‌্যাব সম্পর্কে আমেরিকা ভুল বুঝছে। অনেক সময় আমেরিকা ভুল করে। একসময় তারা প্রকৃত অবস্থা বুঝতে পারবে এবং অবস্থান পরিবর্তন করবে। শুক্রবার রাতে সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের ওপর সাধারণ মানুষের আস্থা আছে। সন্ত্রাস, মাদক ও মানব পাচার রোধে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমেরিকার সরকারও স্বীকার করেছে র‌্যাবের কারণে আমাদের দেশে সন্ত্রাস কমেছে। র‌্যাব নিয়ে আমেরিকার অবস্থানের ব্যাপারে আলোচনা করা হবে। শিগগিরই এই আলোচনা হবে। আমাদের দেশের কিছু নেতিবাচক লোক আছেন যারা সবসময় দেশের বিরুদ্ধে কথা বলেন। তাদের কারণে অনেক সময় দেশের ভাবমূর্তি নষ্ট হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে পুলিশ একজন লোক মারলে আমেরিকা বলে এটি অমানবিক ও বিচারবহির্ভূত কাজ। অথচ আমেরিকায় প্রতি বছর হাজারখানেক মানুষ মরে পুলিশের গুলিতে। ওই সময় তারা বলে এটা নাকি ‘লাইন অব ডিউটি’। এতে মানুষ মেরেও আমেরিকান পুলিশ পার পেয়ে যায়। কিন্তু আমাদের দেশে পার পাওয়ার সুযোগ নেই। ড. মোমেন বলেন, আমেরিকা বলছে ১০ বছরে আমাদের দেশে ৬০০ মানুষ নিখোঁজ হয়েছে। অথচ আমেরিকায় প্রতি বছর ১ লাখের বেশি মানুষ নিখোঁজ হয়।

এটা আমাদের নয়, তাদের দেওয়া তথ্য। র‌্যাবের বিরুদ্ধে তারা যেভাবে ঢালাও অভিযোগ করেছে, তা দুঃখজনক। মানুষ র‌্যাবের ওপর বিশ্বাস রাখে। র‌্যাব সন্ত্রাস, মাদক ও মানব পাচারের বিরুদ্ধে কাজ করছে। আমাদের কিছু লোক সেখানে ফলাও করে প্রচার করেছে র‌্যাব নাকি শুধু খারাপ কাজ করে। এরা হয়তো সন্ত্রাস, মাদক ও মানব পাচারকারীদের পক্ষের লোক। তা না হলে এভাবে অপপ্রচার চালাত না।

এদিকে গতকাল সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। নগর ভবনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর