রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অসৎ কর্মকর্তা শনাক্ত করা হবে

নিজস্ব প্রতিবেদক

অসৎ কর্মকর্তা শনাক্ত করা হবে

জুডিশিয়ারির (বিচার বিভাগ) অসৎ কর্মকর্তাদের শনাক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, বিচার বিভাগের অধিকাংশ বিচারক-কর্মকর্তাই সৎ। তবে হাতেগোনা কয়েকজন অসৎ রয়েছেন। এ অসৎ কর্মকর্তাদের কারণে যদি জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের ব্যাপারে কোনো আপস করা হবে না। আর যারা ভালো করবেন তাদের জন্য থাকবে পুরস্কার। গতকাল রাজধানীতে বিচার প্রশাসন ইনস্টিটিউটে প্রধান বিচারপতিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি ছিলেন। সংবর্ধিত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমি প্রধান বিচারপতি হয়ে খোঁজখবর নিয়ে জেনেছি, আমাদের দেশে অধিকাংশ জুডিশিয়াল কর্মকর্তাই সৎ। যদি হাতেগোনা কয়েকজন অসৎ কর্মকর্তার জন্য জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদের শনাক্ত করব। তাদের ক্ষেত্রে আমাদের কোনো আপস থাকবে না।’ তিনি বলেন, ‘এরই মধ্যে আমি একটি কমিটি করে দিয়েছি। যারা ভালো করবে তাদের প্রত্যেক বছর ‘প্রধান বিচারপতি’ পদক দেওয়া হবে। এ জন্য একটা নীতিমালা করা হয়েছে।’

বিচারকদের বদলি এবং পদায়ন প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকদের সিনিয়রিটি এবং যোগ্যতা দেখে পোস্টিং দেব। এ ক্ষেত্রে আমরা কোনো কমপ্রোমাইজ করব না। একইভাবে পদায়নের জন্য কোনো সিনিয়রিটি ব্রেক করব না। আমি যে কয়দিন আছি, এটা মেনে চলার চেষ্টা করব।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘হয়রানিমূলক মামলা কমিয়ে মানুষকে বিচারিক সেবা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। এ ক্ষেত্রে দেওয়ানি মামলায় যেহেতু দীর্ঘ সময় লেগে যায়, সেটা কীভাবে এক-দেড় বছরে শেষ করা যায়, সে ব্যবস্থা নিতে হবে। কোড অব প্রসিডিউর যদি সঠিকভাবে অনুসরণ করি তাহলে এটা করা সম্ভব।’

সর্বশেষ খবর