মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

এবার মাওয়া প্রান্তে ট্রাক উল্টে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, পদ্মা সেতু থেকে ফিরে

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে (নদীর বাইরের অংশ) পিঁয়াজবাহী ট্রাক উল্টে চালক-হেলপারসহ চারজন আহত হয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। টহলরত সেনারা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনায় সেতুর অ্যাপ্রোচ সড়কের স্টিলের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।  সেতুতে দুর্ঘটনা হলেও যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এর কিছু সময় পরেই একই স্থানে সেতুর শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিমের একটি জিপকে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক সামান্য আঘাত পেলেও জিপটি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। পরে পুলিশের রেকার এসে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। ট্রাকে থাকা পিঁয়াজের মালিক মো. শাহেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ১৩৪ বস্তা পিঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। জাজিরা প্রান্ত থেকে সেতুর মাওয়া প্রান্তে পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। একবার এপাশে যায়, আরেকবার ওপাশে যায়। এর মধ্যে অ্যাক্সিডেন্টটা করে। সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। তিনি আরও বলেন, গাড়িতে আমরা মোট চারজন ছিলাম। তাদের মধ্যে তিনজন অনেক বেশি আঘাত পেয়েছেন। আমার হাত কেটে গেছে।

ড্রাইভার-হেলপার ছাড়াও আমার ভাতিজা কেরামত (২১) অনেক বেশি আঘাত পেয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটি অনেক জোরে আঁকাবাঁকা চলে রেলিংয়ে ধাক্কা মারে। চালক, হেলপারসহ আরেকজন গুরুতর আহত হন। তাদের শরীর থেকে রক্ত পড়ছিল। সেনাবাহিনী এসে তাদের গাড়িতে করে নিয়ে যায়।

এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন সাংবাদিকদের বলেন, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর