বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দু-তিন মাসে বাজার স্থিতিশীলের সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক

দু-তিন মাসে বাজার স্থিতিশীলের সম্ভাবনা নেই

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগামী দু-তিন মাসের মধ্যে বাজার স্থিতিশীল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি ২০২৩ বা ২০২৪ সালের আগে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি ভালো হবে না। গতকাল রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স  ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘ইআরএফ ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি শারমিন রিনভী। সঞ্চালনা সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম। দেবপ্রিয় বলেন, যারা বলছেন, আগামী দু-তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, এটা ঠিক না। বরং সরকারের কর্মকর্তাদের এসব চটজলদি বক্তব্য বাজার আরও অস্থিতিশীল করে তুলবে। বিশ্বব্যাপী এখন মূল্যস্ফীতি। মন্দা বাজারে বেড়েছে তেলের দাম, খাদ্যের সংকট বাড়ছে। বাড়ছে ডলারের দাম, কমেছে টাকার মান। অথচ সরকার এগুলো কমাতে যে সমন্বিত উদ্যোগ দরকার তা করছে না। এখন সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে। ড. দেবপ্রিয় বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে চাপে আছে। এই চাপকে অস্বীকার করে, অবহেলা করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে এই চাপ সংকটে পরিণত হবে। তিনি বলেন, গত কয়েক বছরে সরকারের পক্ষ থেকে ভৌত অবকাঠামোতে যে পরিমাণ ব্যয় করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সে পরিমাণ মনোযোগ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, গত এক দশকে উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশের অর্থ লুণ্ঠন হয়েছে। বাংলাদেশের পুঁজিবাজার হলো লুণ্ঠন করার দ্বিতীয় উৎস। অনেক ক্ষেত্রে অস্তিত্বহীন কোম্পানিকেও পুঁজিবাজারের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে। এখনো অনেক কোম্পানি বাজারে আছে বা ছিল যারা বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠন করে চলে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর