বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

উন্নয়নের গণতন্ত্র নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক

উন্নয়নের গণতন্ত্র নামে প্রতারণা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা  জি এম কাদের বলেছেন, উন্নয়নের গণতন্ত্রের নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। গতকাল জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ডা. মঞ্জুর এ খোদার যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সব অধিকার নিশ্চিত হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি। তিনি বলেন, কেউ কেউ ‘উন্নয়নের গণতন্ত্র’ নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চায়। তাদের বক্তব্য- আগে উন্নয়ন, পরে গণতন্ত্র। আসলে, উন্নয়নের গণতন্ত্র নামে কোনোকিছু নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে। এ সময় রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, এম এ রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জি এম কাদেরের সঙ্গে আছি : জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মহসীন উল ইসলাম হাবুল বলেছেন, তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বলিষ্ঠ নেতৃত্বের সঙ্গে আছেন এবং থাকবেন। সম্প্রতি পত্রিকায় প্রকাশিত সংবাদে রওশনপন্থিদের তালিকায় তার নাম থাকা প্রসঙ্গে এক বার্তায় তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর