শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আর্জেন্টিনা জার্মানি টিকে থাকুক

মামুনুল ইসলাম, জাতীয় দলের সাবেক অধিনায়ক

আর্জেন্টিনা জার্মানি টিকে থাকুক

রিচার্লিসনের গোল দেখে আমি মুগ্ধ। বলটি বুক দিয়ে রিসিভ করে সার্বিয়ার রক্ষণভাগের তিন ফুটবলারের ফাঁক গলিয়ে যেভাবে গোলটি করেছেন, আমার মনে হয়েছে অসাধারণ স্কিল ফুটবলার বলেই এটা সম্ভব হয়েছে। শুধু ওই দুর্দান্ত গোল নয়, তিনি গোল করেছেন দুটি। দুই গোল করে একটি বিষয় পরিষ্কার করেছেন, নম্বর ৯ নিয়ে যে সমালোচনা চলছিল, এটি তার জবাব। গত বিশ্বকাপে নম্বর ‘৯’ ফুটবলার আলো ছড়াতে পারেননি। এবার ব্রাজিলের রিচার্লিসন, ফ্রান্সের জেরহার্ড জিরুদ গোল করে প্রমাণ করেছেন, স্ট্রাইকাররা আলো ছড়াবেন।

সার্বিয়ার বিপক্ষে দুরন্ত ফুটবল খেলেছে ব্রাজিল। তাদের আক্রমণভাগ দুর্ধর্ষ। ৫-৬ ফুটবলার যখন একসঙ্গে আক্রমণে যায়, তখন প্রতিপক্ষ দলের রক্ষণভাগের জন্য কঠিন হয়ে পড়ে আক্রমণ সামলানো। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, রাফিনহাদের নিয়ে গড়া ব্রাজিল ছোট-বড় পাসে দারুণ গতিশীল ফুটবল খেলেছে। এই গতির সঙ্গে তাল মেলাতে পারেনি সার্বিয়া। আমার মনে হয়েছে সার্বিয়া একটু রক্ষণাত্মক মেজাজে ফুটবল খেলেছে। গ্রুপপর্বে দলগুলো নিজেদের প্রথম ম্যাচ খেলছে। এখনো নিশ্চিত হয়নি কোন কোন দল নকআউট পর্বে খেলবে। যদিও ইংল্যান্ড, স্পেন, ফ্রান্সের মোটামুটি নিশ্চিত সুপার সিক্সটিন খেলা। বাকি দলগুলোর জন্য গতকাল শুরু হওয়া দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো মহাগুরুত্বপূর্ণ। জিতলে টিকে থাকবে। হারলে বাদ পড়ে যাবে। এমন সমীকরণের দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলোর জন্য দারুণ চাপে থাকবে দলগুলো। বিশ্বকাপের স্বার্থেই আমি ব্যক্তিগতভাবে চাই আর্জেন্টিনা, জার্মানি টিকে থাকুক। আমার ভালো লেগেছে, এশিয়ার দলগুলো ভালো খেলছে। যে দুটি অঘটন ঘটেছে, দুটোই করেছে এশিয়ার দুই দল সৌদি আরব ও জাপান।

সর্বশেষ খবর