ফুটবলের রাজা পেলে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভুগেছেন তিনি। তিনবারের বিশ্বকাপজয়ী সর্বকালের অন্যতম সেরা এই ফুটবল কিংবদন্তির বিদায়ে শোকাহত সবাই। ফুটবল জগতের সবাই শোক প্রকাশ করেছেন। অন্যান্য খেলার মহাতারকারাও পেলের বিদায়ে শোকস্তব্ধ। রাজনৈতিক ব্যক্তিত্বরাও ফুটবলের রাজার বিদায়ে শোক জানিয়েছেন। ব্রাজিল সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো লিখেছেন, ‘সারা বিশ্ব শোকাহত। আপনার খেলার ধরন আমাদের কাছে শিক্ষণীয়। প্রতিটা ফুটবলারের জন্যই। আপনার খেলা বংশ পরম্পরায় ছড়িয়ে পড়বে সবখানে। এভাবেই আপনি বেঁচে থাকবেন। আজ এবং সবসময় আমরা আপনার খেলার কথা ভেবে উদযাপন করব। ধন্যবাদ পেলে। আপনি শান্তিতে ঘুমান।’ নেইমারদের হাতে হেক্সা দেখার বড় সাধ ছিল পেলের। সেই সাধ পূরণ হয়নি। ব্রাজিলিয়ান তারকা নেইমার লিখেছেন, ‘পেলের আগে ১০ কেবল একটা নম্বর ছিল। আমি কোথাও এই বাক্যটা শুনেছিলাম। তবে সুন্দর এই বাক্যটা অপূর্ণ। আমি বলি, পেলের আগে ফুটবল কেবলই একটা খেলা ছিল। তিনিই এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। বিনোদন হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তিনি চলে গেছেন। তবে তার ম্যাজিক রয়ে যাবে। পেলে চিরন্তন।’ লিওনেল মেসি পেলের সঙ্গে একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’ স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদাল লিখেছেন, ‘আজ একজন মহান ক্রীড়াবিদ চলে গেলেন। ফুটবল এবং খেলার জগতের জন্য বেদানবিধুর দিন। তার কর্ম আমাদের সঙ্গে থাকবে সবসময়। আমি তাকে কখনো খেলতে
দেখিনি। আমি এতটা ভাগ্যবান ছিলাম না। তবে আমি সব সময়ই শুনেছি, তিনি ফুটবলের রাজা। শান্তিতে ঘুমান রাজা!’ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা লিখেছেন, ‘যারা এই বিউটিফুল গেমটা খেলেছেন তাদের মধ্যে পেলে ছিলেন কিংবদন্তিদের একজন। তিনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একজন ক্রীড়াবিদ। তিনি বুঝতে পেরেছিলেন, খেলাধুলার অনেক শক্তি আছে যার মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়। তার পরিবার এবং যারা তাকে ভালোবাসেন ও প্রসংশা করেন তাদের জন্য সমবেদনা।’ অলিম্পিক কিংবদন্তি উসাইন বোল্ট লিখেছেন, ‘পেলে খেলার জগতের একজন কিংবদন্তি। শান্তিতে ঘুমান রাজা পেলে।’ পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন অরান্তেস দো নাসিমেন্তোর পরিবারের প্রতি। ফুটবলের চিরন্তন রাজার বিদায়ে ফুটবল-দুনিয়া যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ অযোগ্য। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা। আজ, কাল এবং সারা জীবনের জন্য দৃষ্টান্ত। আমার প্রতি সব সময় যে স্নেহ তিনি দেখিয়েছেন তা ছিল পারস্পরিক। এমনকি দূর থেকেও। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি থেকে যাবেন সব সময়। শান্তিতে ঘুমান রাজা পেলে।’ ব্রাজিলিয়ান তারকা ফুটবলার কাসেমিরো লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল এবং ব্রাজিলকে আপনি যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’ ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জেতা তরুণ তারকা এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্তিতে ঘুমান রাজা।’ এমনই আরও অনেকেই শোক প্রকাশ করেছেন। পুরো পৃথিবীই কাঁদছে পেলের জন্য। কয়েক বছর আগে দিয়েগো ম্যারাডোনা চলে গেছেন পৃথিবী ছেড়ে। এবার পেলেও চলে গেলেন। ইতিহাসের সেরা দুই কিংবদিন্তর বিদায়ে ফুটবল শূন্যতায় ছেয়ে গেল!