সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

তিস্তা নিয়ে ভারতের কাছে জানতে চেয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

তিস্তা নদীর উজানে পশ্চিমবঙ্গের খাল খনন সংক্রান্ত বিষয়ে ভারত সরকারের কাছে তথ্য জানতে চেয়েছে ঢাকা। এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান যে, তিস্তা নদীর পানি কমে যাচ্ছে এবং অন্যান্য বিষয়ে আমরা জানতে চেয়েছি। গতকাল তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পানিসম্পদ মন্ত্রণালয় তিস্তা নদীর বিষয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে কি না এমন প্রশ্নে তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয় চিঠি পাঠানোর কথা। এদিকে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় না বাংলাদেশ। এ জন্য ‘সরল বিশ্বাসে’ (ইন গুড ফেইথ) মিয়ানমারের সঙ্গে সরকার আলোচনা অব্যাহত রাখবে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলোদেশ যদি টেকসইয়ের বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সরল বিশ্বাসে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। তাদের মনে কী আছে, সেটি এ মুহূর্তে বলতে পারছি না। সেটি সময় বলে দেবে। তবে আমরা সরল বিশ্বাসে তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং গত পাঁচ-ছয় মাসে তাদের দিক থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। সময় বলে দেবে আগামী ছয় মাসে এটি টেকসই হবে কি না। তিনি বলেন, টেকসই প্রত্যাবাসনের ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। অর্থাৎ শুরু করার পর সেটি থেমে যাক, এটি চায় না সরকার। পররাষ্ট্র সচিব বলেন, ১১ লাখকে আমরা স্থান দিয়েছি এবং তাদের দেখভাল করছি গত পাঁচ বছরের বেশি সময়। আন্তর্জাতিক সম্প্রদায়ও আমাদের সাহায্য করছে। সুতরাং, প্রত্যাবাসন টেকসই হবে এ বিষয়ে আমরা নিশ্চিত না হলে বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না।

সর্বশেষ খবর