বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারকে যত দ্রুত সরিয়ে তাদের থেকে দেশের মানুষকে মুক্ত করা যায় ততই মঙ্গল। তিনি বলেন, এ ধরনের সরকার আপসে ক্ষমতা ছাড়ে না। তাই এ সরকারকে যদি হটাতে হয়, একটি গণঅভ্যুত্থান প্রয়োজন। গণঅভ্যুত্থান তখনই সম্ভব হয়, যখন সব পেশাজীবী সংগঠন ও জনগণ ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থান সফল করে। ইনশা আল্লাহ সেই গণঅভ্যুত্থান শিগগির এ দেশে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘স্বাধীনতার ৫২ বছর ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, যে দেশে গণতন্ত্র নেই, সে দেশে মানবাধিকার থাকতে পারে না। এ দেশে গণতন্ত্র নেই, এ দেশ হাইব্রিড সরকার দ্বারা পরিচালিত। শুধু আমরা বলছি না, আজ সারা বিশ্ব বলছে। তিনি বলেন, গণতন্ত্র যারা হত্যা করেছে, তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না; তারা অর্থনীতি মেরামত করতে পারবে না। তাই তাদের যত দ্রুত বিদায় করা যায়, ততই জাতি এবং দেশের জন্য কল্যাণকর।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আবদুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ড্যাব সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ সেলিম, মাস্তাক রহিম স্বপন, ডা. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।