বাংলাদেশের নারী ফুটবলের সফল কোচ গোলাম রব্বানী ছোটন হঠাৎ করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মানসিক অশান্তি থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তিনি দেশের নারী ফুটবলের জাগরণের নায়ক। তাঁর কোচিংয়ে গত সেপ্টেম্বরে নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তিনি নারী ফুটবলারদের দায়িত্ব পালন করবেন চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত। ছোটন নারী ফুটবলের কোচিংয়ের দায়িত্ব নেন ১৫ বছর আগে ২০০৮ সালে। তাঁর কোচিংয়েই এসেছে নারী ফুটবলের সব আসরে সাফল্য। সিনিয়র জাতীয় দল এবং বয়সভিত্তিক মিলিয়ে তাঁর কোচিংয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সাতবার। দায়িত্ব ছাড়ার বিষয়ে ছোটন বলেন, ‘এভাবে কাজ করা যায় না। ৩১ মে’র পর আমি আর দায়িত্বে থাকছি না। প্রতিদিনই কাজের চাপ বাড়ছে। এর পরও শুনতে হয় এটা হয় না, ওটা হয় না। এই মানসিক যন্ত্রণা নিতে পারছি না।’ মানসিক অশান্তির কারণ তিনি জানাননি। তবে ফুটবলপাড়ায় গুঞ্জন, মহিলা ফুটবল কমিটির প্রশ্রয়ে পল স্মলির অযাচিত হস্তক্ষেপে তিনি ক্ষিপ্ত হয়ে সরে দাঁড়াচ্ছেন।