যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বয়স ১০০ বছর হয়েছে শনিবার। শতবর্ষে পৌঁছানোর ছয় দিন আগে ২১ মে সিবিএস টেলিভিশন তাঁর একটি সাক্ষাৎকার প্রচার করে। সেখানে সাংবাদিক টেড কপেল তাঁর কাছে জানতে চেয়েছিলেন ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কম্বোডিয়ায় মার্কিন বাহিনীর বোমা হামলায় কমপক্ষে দেড় লাখ নিরস্ত্র মানুষ প্রাণ হারান। এ ব্যাপারে আপনার কোনো অনুশোচনা বোধ আছে? কিসিঞ্জারের সাফ জবাব- ‘ওটা ছিল সময়ের প্রয়োজনে যথাযথ পদক্ষেপ।’ একাত্তরে বাংলাদেশে দখলদার পাকিস্তানি সেনাদের নৃশংসতার তথ্য জেনেও প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেননি প্রেসিডেন্ট নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। তিনি পাকিস্তানি হানাদারদের পক্ষাবলম্বনের পরামর্শ দেন নিক্সনকে। এমনকি মুক্তিযোদ্ধারা যখন পাকিস্তানি হায়েনাদের একের পর এক পরাস্ত করছিল এবং নিরস্ত্র বাঙালিদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর তথ্য তদানীন্তন ঢাকার মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাডের টেলিগ্রাফে জানা সত্ত্বেও বিন্দুমাত্র কর্ণপাত করেননি কিসিঞ্জার। প্রেসিডেন্ট নিক্সন বেঁচে থাকার সময়েও কিসিঞ্জার কখনোই একাত্তরে পাকিস্তানি সেনাদের গণহত্যায় সহযোগিতার জন্য দুঃখ প্রকাশ করতে পরামর্শ দেননি কিংবা নিজেও এখন পর্যন্ত অনুতাপ প্রকাশ করেননি। এমনকি ইয়াহিয়া খান জান্তার বর্বরতারও নিন্দা জানাননি। মুক্তিযুদ্ধের পরপর বাংলাদেশ যেসব সমস্যা মোকাবিলা করছিল সেগুলোর সমাধানে তিনি সহায়তার হাত না বাড়িয়ে ব্যঙ্গোক্তি করেন- ‘সাহায্য করে কী হবে। বাংলাদেশ তো তলাবিহীন ঝুড়ি!’ সময়ের বিবর্তনে বাংলাদেশ এখন খাদ্যে উদ্বৃত্ত দেশে এবং উন্নয়নের রোল মডেলে পরিণত হলেও সেই কিসিঞ্জারের বোধোদয় ঘটেনি।
শিরোনাম
- ভেনেজুয়েলায় হামলা নিয়ে ট্রাম্পের সুর বদল
- ইউক্রেইনকে টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সবুজ সংকেত দিল পেন্টাগন
- ইউক্রেনে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-চীন একসঙ্গে কাজ করবে: ট্রাম্প
- পর্তুগালে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
শতবর্ষে সেই কিসিঞ্জার
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর