যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বয়স ১০০ বছর হয়েছে শনিবার। শতবর্ষে পৌঁছানোর ছয় দিন আগে ২১ মে সিবিএস টেলিভিশন তাঁর একটি সাক্ষাৎকার প্রচার করে। সেখানে সাংবাদিক টেড কপেল তাঁর কাছে জানতে চেয়েছিলেন ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কম্বোডিয়ায় মার্কিন বাহিনীর বোমা হামলায় কমপক্ষে দেড় লাখ নিরস্ত্র মানুষ প্রাণ হারান। এ ব্যাপারে আপনার কোনো অনুশোচনা বোধ আছে? কিসিঞ্জারের সাফ জবাব- ‘ওটা ছিল সময়ের প্রয়োজনে যথাযথ পদক্ষেপ।’ একাত্তরে বাংলাদেশে দখলদার পাকিস্তানি সেনাদের নৃশংসতার তথ্য জেনেও প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেননি প্রেসিডেন্ট নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। তিনি পাকিস্তানি হানাদারদের পক্ষাবলম্বনের পরামর্শ দেন নিক্সনকে। এমনকি মুক্তিযোদ্ধারা যখন পাকিস্তানি হায়েনাদের একের পর এক পরাস্ত করছিল এবং নিরস্ত্র বাঙালিদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর তথ্য তদানীন্তন ঢাকার মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাডের টেলিগ্রাফে জানা সত্ত্বেও বিন্দুমাত্র কর্ণপাত করেননি কিসিঞ্জার। প্রেসিডেন্ট নিক্সন বেঁচে থাকার সময়েও কিসিঞ্জার কখনোই একাত্তরে পাকিস্তানি সেনাদের গণহত্যায় সহযোগিতার জন্য দুঃখ প্রকাশ করতে পরামর্শ দেননি কিংবা নিজেও এখন পর্যন্ত অনুতাপ প্রকাশ করেননি। এমনকি ইয়াহিয়া খান জান্তার বর্বরতারও নিন্দা জানাননি। মুক্তিযুদ্ধের পরপর বাংলাদেশ যেসব সমস্যা মোকাবিলা করছিল সেগুলোর সমাধানে তিনি সহায়তার হাত না বাড়িয়ে ব্যঙ্গোক্তি করেন- ‘সাহায্য করে কী হবে। বাংলাদেশ তো তলাবিহীন ঝুড়ি!’ সময়ের বিবর্তনে বাংলাদেশ এখন খাদ্যে উদ্বৃত্ত দেশে এবং উন্নয়নের রোল মডেলে পরিণত হলেও সেই কিসিঞ্জারের বোধোদয় ঘটেনি।
শিরোনাম
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স