যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের বয়স ১০০ বছর হয়েছে শনিবার। শতবর্ষে পৌঁছানোর ছয় দিন আগে ২১ মে সিবিএস টেলিভিশন তাঁর একটি সাক্ষাৎকার প্রচার করে। সেখানে সাংবাদিক টেড কপেল তাঁর কাছে জানতে চেয়েছিলেন ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত কম্বোডিয়ায় মার্কিন বাহিনীর বোমা হামলায় কমপক্ষে দেড় লাখ নিরস্ত্র মানুষ প্রাণ হারান। এ ব্যাপারে আপনার কোনো অনুশোচনা বোধ আছে? কিসিঞ্জারের সাফ জবাব- ‘ওটা ছিল সময়ের প্রয়োজনে যথাযথ পদক্ষেপ।’ একাত্তরে বাংলাদেশে দখলদার পাকিস্তানি সেনাদের নৃশংসতার তথ্য জেনেও প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেননি প্রেসিডেন্ট নিক্সনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। তিনি পাকিস্তানি হানাদারদের পক্ষাবলম্বনের পরামর্শ দেন নিক্সনকে। এমনকি মুক্তিযোদ্ধারা যখন পাকিস্তানি হায়েনাদের একের পর এক পরাস্ত করছিল এবং নিরস্ত্র বাঙালিদের বিরুদ্ধে হত্যাযজ্ঞ চালানোর তথ্য তদানীন্তন ঢাকার মার্কিন কনসাল জেনারেল আর্চার কে ব্লাডের টেলিগ্রাফে জানা সত্ত্বেও বিন্দুমাত্র কর্ণপাত করেননি কিসিঞ্জার। প্রেসিডেন্ট নিক্সন বেঁচে থাকার সময়েও কিসিঞ্জার কখনোই একাত্তরে পাকিস্তানি সেনাদের গণহত্যায় সহযোগিতার জন্য দুঃখ প্রকাশ করতে পরামর্শ দেননি কিংবা নিজেও এখন পর্যন্ত অনুতাপ প্রকাশ করেননি। এমনকি ইয়াহিয়া খান জান্তার বর্বরতারও নিন্দা জানাননি। মুক্তিযুদ্ধের পরপর বাংলাদেশ যেসব সমস্যা মোকাবিলা করছিল সেগুলোর সমাধানে তিনি সহায়তার হাত না বাড়িয়ে ব্যঙ্গোক্তি করেন- ‘সাহায্য করে কী হবে। বাংলাদেশ তো তলাবিহীন ঝুড়ি!’ সময়ের বিবর্তনে বাংলাদেশ এখন খাদ্যে উদ্বৃত্ত দেশে এবং উন্নয়নের রোল মডেলে পরিণত হলেও সেই কিসিঞ্জারের বোধোদয় ঘটেনি।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
শতবর্ষে সেই কিসিঞ্জার
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর