শিরোনাম
বুধবার, ৭ জুন, ২০২৩ ০০:০০ টা

বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার : আমু

জাতিসংঘের মধ্যস্থতায় বৈঠক হতে পারে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার : আমু

বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতে রাজি বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সমাবেশে বক্তব্যে তিনি বলেন, দেশে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী সমস্যা সমাধানে সরকার আলোচনায় রাজি হয়েছে। বিএনপির সঙ্গে যে কোনো আলোচনা হতে পারে। প্রবীণ এ জননেতা আরও বলেন, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আলোচনার দরজা সবসময় খোলা। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির সামনে বিএনপির সঙ্গে মুখোমুখি বসে রাজনৈতিক সংকট ও আগামী নির্বাচনের সুরাহা করতে চায় আওয়ামী লীগ।

আমির হোসেন আমু এমপি বলেন, আলোচনা বাদে অন্য কোনো পন্থায় সংকটের সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার পাঁয়তারা করলে প্রতিরোধ করবে জনগণ। বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ১৪ দলের জনসভায় আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি বক্তব্য দেন জোটের শরিকরাও। তারা বলেন, বিএনপি নির্বাচনের আগেই ক্ষমতার পালাবদলের অপচেষ্টা করছে। নির্বাচন হবে যথাসময়ে সংবিধান অনুযায়ী। জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি মার্কিন ভিসানীতির সমালোচনা করে বলেন, আমেরিকার ভিসানীতি দুরভিসন্ধিমূলক। এর মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপি বা সুশীল সমাজের কাছে ক্ষমতা তুলে দেওয়া। মার্কিন ভিসানীতির কারণে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপিকে বলব- সাহস থাকলে সে নির্বাচনে আপনারা আসেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে আওয়ামী লীগ। দুরভিসন্ধি করে লাভ নেই। সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ। যথাসময়ে শেখ হাসিনার অধীনেই হবে নির্বাচন।   

সর্বশেষ খবর