ইনিংসের ৮০ ওভারে নতুন বল নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক বল তুলে দেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামকে। নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২৬২ রান। ব্যাট করছেন কেন উইলিয়ামসন ১০৪ রানে। ম্যাচের সমীকরণে দুই দলই তখন সমানে সমান। সে সময়ই আঘাত হানেন তাইজুল। আর্মার বলে বোল্ড করেন ৯৫ টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি হাঁকানো উইলিয়ামসনকে। পরের ওভারে ইস সোধিকে আউট করে ফের আঘাত হানেন তাইজুল। দুই ওভারের ছোট স্পেলে মাত্র ৬ বলের মধ্যে দুই উইকেট তুলে সফরকারী নিউজিল্যান্ডকে খাদের কিনারায় ঠেলে দেন টাইগার বাঁ হাতি স্পিনার। ২ রানের মধ্যে ২ উইকেট তুলে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে বসে পড়েছে বাংলাদেশ। শেষ বিকালে তাইজুল ঝলকে টেস্টে প্রাণ ফিরিয়েছে বাংলাদেশ। আজ ৪৪ রানে এগিয়ে থেকে ফিল্ডিংয়ে নামবে টাইগাররা। ব্ল্যাক ক্যাপসরা খেলবে ২ উইকেট হাতে নিয়ে। দ্বিতীয় দিন শেষে সিলেট টেস্টের চিত্র- বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংসে ৩১০ ও নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৬৬ রান। টাইগাররা প্রথম দিন শেষ করেছিল ৯ উইকেটে ৩১০ রান নিয়ে। অপরাজিত ছিলেন শরিফুল ইসলাম ও তাইজুল। দিনের প্রথম ওভারের প্রথম বলে টিম সাউদি সাজঘরে ফেরত পাঠান শরিফুলকে। বাংলাদেশ অলআউট ৮৫.১ ওভারে ৩১০ রানে। শরিফুলের আউটে ২০১৮ সালের পর বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেন এক ইনিংসে ১০ জনেরই দুই অঙ্কের রান করার রেকর্ড ছোঁয়া। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংসে বাংলাদেশের ১০ ব্যাটার দুই অঙ্কের রান করেছিলেন। সফরকারী দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে স্কোর বোর্ডে ৩৬ রান যোগ করে বিচ্ছিন্ন হন। প্রথম আঘাত হানেন তাইজুল। তার সঙ্গী ছিলেন মেহেদি মিরাজ, নাঈম ইসলাম, শরিফুল ও মুমিনুল। টাইগার বোলারদের সাঁড়াশি আক্রমণে নিউজিল্যান্ড দিন শেষ করে ৮ উইকেটে ২৬৬ রানে। তাইজুল দারুণ বোলিং করেছেন। তার স্পেল ৩০-৭-৮৯-৪। এ মাঠে পাঁচ বছর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি এ স্পিনার। ৪৩ টেস্টে তার উইকেট সংখ্যা ১৮১। টেস্টে উইকেট শিকারে তার চেয়ে ওপরে সাকিব আল হাসান, ৬৬ টেস্টে ২৩৩টি। উইলিয়ামসন তার ৯৫ টেস্ট ক্যারিয়ারের ২৯ নম্বর সেঞ্চুরিটি তুলে নেন। ১০৪ রানের ইনিংসটি খেলেন ২০৫ বলে ১১ চারে। নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি উইলিয়ামসনের। ১৯ সেঞ্চুরি নিয়ে দুইয়ে রস টেইলর। ২৯ সেঞ্চুরি করে উইলিয়ামসন নাম লিখেছেন ক্রিকেটের দুই কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যান ও বিরাট কোহলির পাশে। ব্রাডম্যান ৫২ টেস্টে এবং কোহলি ১১১ টেস্টে ২৯টি করে সেঞ্চুরি করেন। সবচেয়ে বেশি ৫১ সেঞ্চুরি শচীন টেন্ডুলকারের।
শিরোনাম
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
লিডের আশায় বাংলাদেশ
শেষ বিকালে তাইজুল ঝলক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
২০ ঘণ্টা আগে | ক্যাম্পাস
সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম