ইনিংসের ৮০ ওভারে নতুন বল নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়ক বল তুলে দেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলামকে। নিউজিল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২৬২ রান। ব্যাট করছেন কেন উইলিয়ামসন ১০৪ রানে। ম্যাচের সমীকরণে দুই দলই তখন সমানে সমান। সে সময়ই আঘাত হানেন তাইজুল। আর্মার বলে বোল্ড করেন ৯৫ টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি হাঁকানো উইলিয়ামসনকে। পরের ওভারে ইস সোধিকে আউট করে ফের আঘাত হানেন তাইজুল। দুই ওভারের ছোট স্পেলে মাত্র ৬ বলের মধ্যে দুই উইকেট তুলে সফরকারী নিউজিল্যান্ডকে খাদের কিনারায় ঠেলে দেন টাইগার বাঁ হাতি স্পিনার। ২ রানের মধ্যে ২ উইকেট তুলে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে বসে পড়েছে বাংলাদেশ। শেষ বিকালে তাইজুল ঝলকে টেস্টে প্রাণ ফিরিয়েছে বাংলাদেশ। আজ ৪৪ রানে এগিয়ে থেকে ফিল্ডিংয়ে নামবে টাইগাররা। ব্ল্যাক ক্যাপসরা খেলবে ২ উইকেট হাতে নিয়ে। দ্বিতীয় দিন শেষে সিলেট টেস্টের চিত্র- বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংসে ৩১০ ও নিউজিল্যান্ড ৮ উইকেটে ২৬৬ রান। টাইগাররা প্রথম দিন শেষ করেছিল ৯ উইকেটে ৩১০ রান নিয়ে। অপরাজিত ছিলেন শরিফুল ইসলাম ও তাইজুল। দিনের প্রথম ওভারের প্রথম বলে টিম সাউদি সাজঘরে ফেরত পাঠান শরিফুলকে। বাংলাদেশ অলআউট ৮৫.১ ওভারে ৩১০ রানে। শরিফুলের আউটে ২০১৮ সালের পর বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেন এক ইনিংসে ১০ জনেরই দুই অঙ্কের রান করার রেকর্ড ছোঁয়া। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ইনিংসে বাংলাদেশের ১০ ব্যাটার দুই অঙ্কের রান করেছিলেন। সফরকারী দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে স্কোর বোর্ডে ৩৬ রান যোগ করে বিচ্ছিন্ন হন। প্রথম আঘাত হানেন তাইজুল। তার সঙ্গী ছিলেন মেহেদি মিরাজ, নাঈম ইসলাম, শরিফুল ও মুমিনুল। টাইগার বোলারদের সাঁড়াশি আক্রমণে নিউজিল্যান্ড দিন শেষ করে ৮ উইকেটে ২৬৬ রানে। তাইজুল দারুণ বোলিং করেছেন। তার স্পেল ৩০-৭-৮৯-৪। এ মাঠে পাঁচ বছর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে একমাত্র টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি এ স্পিনার। ৪৩ টেস্টে তার উইকেট সংখ্যা ১৮১। টেস্টে উইকেট শিকারে তার চেয়ে ওপরে সাকিব আল হাসান, ৬৬ টেস্টে ২৩৩টি। উইলিয়ামসন তার ৯৫ টেস্ট ক্যারিয়ারের ২৯ নম্বর সেঞ্চুরিটি তুলে নেন। ১০৪ রানের ইনিংসটি খেলেন ২০৫ বলে ১১ চারে। নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি উইলিয়ামসনের। ১৯ সেঞ্চুরি নিয়ে দুইয়ে রস টেইলর। ২৯ সেঞ্চুরি করে উইলিয়ামসন নাম লিখেছেন ক্রিকেটের দুই কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যান ও বিরাট কোহলির পাশে। ব্রাডম্যান ৫২ টেস্টে এবং কোহলি ১১১ টেস্টে ২৯টি করে সেঞ্চুরি করেন। সবচেয়ে বেশি ৫১ সেঞ্চুরি শচীন টেন্ডুলকারের।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
লিডের আশায় বাংলাদেশ
শেষ বিকালে তাইজুল ঝলক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর