মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। গতকাল বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্র দূতাবাসে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা উপস্থিত ছিলেন। মার্কিন দূতাবাসের পোস্টে জানানো হয়, বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সংসদ সদস্য জি এম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগল। গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকারের প্রতি সম্মানের প্রসারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের গুরুত্ব দিই।