বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন হোয়াইট হাউস। ৩৮ জনের এক দল বাংলাদেশি আমেরিকায় গিয়েছিলেন হোয়াইট হাউস ঘুরে দেখতে। গত ১৯ এপ্রিল হোয়াইট হাউসের সামনে একদল প্রবাসীকে দেখতে পেয়েই বেজে উঠল বাংলাদেশের জাতীয় সংগীত। মূল গেটের সামনে ক্যাসেটে গানটি শোনার সঙ্গে সঙ্গে সবাই থমকে দাঁড়ালেন কিছুক্ষণের জন্যে। প্রাণ ভরে নিজেরাও গাইলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। হোয়াইট হাউসের বাসিন্দা ছাড়া সবাইকে সিকিউরিটি পয়েন্ট অতিক্রম করতে হয়। ব্যাক গ্রাউন্ড চেক করা হয় পরিদর্শনে আগ্রহীদের। এরপর অন্তত তিনটি চেক পয়েন্ট পাড়ি দিয়ে ভিতরে ঢুকতে হয়। প্রতিটি চলার পথ, কক্ষ, ডাইনিং রুম, সিনেমা হল, গসিপ রুম, ব্রিফিং রুম সর্বত্র মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা প্রহরীদের দৃষ্টি এড়িয়ে ভিডিও করাও সম্ভব হয় না। ৩৮ জনের এই দলের নেতৃত্ব দেন ডেমোক্র্যাট আনিস আহমেদ। তিনি মাঝেমধ্যেই প্রবাসীদের জন্যে এমন আয়োজনে নেতৃত্ব দেন। চলতি পথে সবাইকে জানিয়ে দেন কক্ষগুলোর ইতিহাস-ঐতিহ্য। ওয়াশিংটন ডিসির ১৬০০ পেনসিলভেনিয়া এভিনিউয়ে অবস্থিত এই বাসভবনটি ১৭৯২ থেকে ১৮০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। জন অ্যাডামসের পর থেকে যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টই এই বাসভবনে ছিলেন। বাংলাদেশি আমেরিকানদের এই টিমে ছিলেন- বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির চেয়ারপারসন আলিম খান আকাশ এবং ব্যবস্থাপনা সম্পাদক নুরুন্নাহার নিশা খান, আলভি খান, স্নেহা খান, আলিসা খান, সাফিন চৌধুরী, আসমা চৌধুরী, শামীন চৌধুরী প্রমুখ।
শিরোনাম
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
বাংলাদেশিদের দেখে হোয়াইট হাউসে বাজল জাতীয় সংগীত
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর