তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকান্ড তদন্তে এতদিন ধরে প্রহসন করা হয়েছে। এ নিয়ে মন্ত্রণালয় কাজ করবে। গতকাল সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অফিস কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয় ও দপ্তরপ্রধানের সঙ্গে বৈঠকও করেন নাহিদ। তথ্য উপদেষ্টা আরও বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে। নিবর্তনমূলক আইন যেগুলো গণমাধ্যমের বাকস্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলোর ব্যাপারে পুনর্বিবেচনা করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্যপ্রবাহের জন্য কিছু আইনের পরিবর্তন করতে হতে পারে, সেগুলো দ্রুত করা হবে। স্বাধীন গণমাধ্যমের জন্য যা যা প্রয়োজন সবার সঙ্গে আলোচনা করে তা করব। নাহিদ ইসলাম বলেন, পুরো কাঠামোগত একটা সংস্কার করতে চাই। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, তা নিশ্চিত করব। এজন্য কয়েকটি আইন রয়েছে, সেগুলোর সংস্কার করা হবে। যেসব অভিযোগ রয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনে আমরা সেন্সর বোর্ড পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করব। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটা নয়। আমাকে যত কম দেখানো যায়, আমি সেটাই চাইব। ছাত্র-জনতার আন্দোলনে হতাহত সাংবাদিকদের পরিবারের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আমাকে ‘স্যার’ বলার দরকার নেই। আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি। জনগণের দাবিদাওয়া নিয়ে তাদের পক্ষে এসেছি। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এখানে এসেছি। এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি।
শিরোনাম
- রাজধানীতে র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেফতার ৫
- আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের
- আ. লীগ গত ১৫ বছর জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম
- দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত প্রোটিয়াদের
- ডুয়েটের ১৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- বিএনপি নেতা ইকবালকে দল থেকে বহিষ্কার
- ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল গঠন
- সোনারগাঁয়ে যুবককে পিটিয়ে পা ভাঙার অভিযোগে মামলা
- মার্চে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার : অর্থ উপদেষ্টা
- রাজধানীতে র্যাব পরিচয় দেওয়া ৫ ডাকাত গ্রেফতার
- মধ্যরাত থেকে পড়তে পারে ঘন কুয়াশা
- অন্তর্বর্তী সরকার একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা
- বেনাপোল দিয়ে এলো ৪৬৮ টন আলু
- শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
- সকাল ৯টার মধ্যে হাজিরা না দিলে শাস্তি হবে ওয়াসায় কর্মরতদের
- ‘দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই’
- ট্রিপল মার্ডার মামলায় আওয়ামী লীগের ৪ নেতা ঢাকায় গ্রেফতার
- ‘বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ করা হবে’
- পাহড়ে মাশরুম চাষে সফল উদ্যোক্তা হারুন
প্রকাশ:
০০:০০, সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
আমাকে স্যার ডাকার দরকার নেই : নাহিদ
সাগর-রুনি হত্যা মামলা নিয়ে প্রহসন চলেছে - স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর