মিরপুর স্টেডিয়ামের মূল গেট-লাগোয়া দেয়ালগুলোতে সাকিববিরোধী স্লোগান লেখা ছিল ৪৮ ঘণ্টা আগেও। গতকাল দেখা গেল স্লোগানগুলোর অধিকাংশের ওপরই সাদা আঁচড় কাটা। ‘সাকিবিয়ান’ পরিচিত সাকিব আল হাসানের সমর্থকরা মুছে দিতে চেষ্টা করেছেন স্লোগানগুলো। শুধু তাই নয়, সাকিব সমর্থক ছাত্র-জনতা ক্রিকেটার সাকিবকে মিরপুর টেস্টে খেলানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন। সেই দাবিতে আজ দুপুর ২টায় মিরপুর স্টেডিয়ামমুখী লংমার্চ করবেন সাকিব সমর্থকরা। শুধু তাই নয়, বিশ্বসেরা অলরাউন্ডারকে খেলানোর জন্য সাকিব সমর্থকরা চার দফা দাবিও জানিয়েছেন বিসিবি বরাবর। সেটা পূরণের শেষ দিন ছিল গতকাল। আইসিসি বরাবর গতকাল ইমেইলও করেছেন তারা।
এর আগে বৃহস্পতিবার ‘মিরপুর ছাত্র-জনতা’ ব্যানারে শিক্ষার্থীরা সাকিবকে মিরপুর টেস্টে বাদ দেওয়ার জন্য স্টেডিয়ামের মূল গেটে প্রতিবাদ করেন। দেয়ালে নানা গ্রাফিতি আঁকেন। সর্বশেষ স্মারকলিপি জমা দেন বিসিবির কছে। সাকিবকে খেলানো, না খেলানোর পক্ষ-বিপক্ষের আন্দোলনে গত তিন দিন নাটকের পর নাটক মঞ্চস্থ হচ্ছে মিরপুর স্টেডিয়াম এলাকায়। এর ফলে আগামীকাল শুরু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়ানো নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে! কেননা, সাকিব সমর্থকরা হুমকি দিয়েছেন সাকিবকে মিরপুর টেস্টে না খেলালে সিরিজ আয়োজনে বাধা দেবেন। এত সব নাটকের পরও মিরপুর টেস্টের আবহে পুরোপুরি রয়ে গেছেন সাকিব।
মিরপুর টেস্ট যেন নির্বিঘ্নে মাঠে গড়ায়, সেজন্য স্টেডিয়ামকে চার স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নিয়েছে নিরাপত্তা বাহিনী। ক্রিকেটাররা টেস্টের বাইরে অন্য কোথাও যেন ফোকাস না করেন, সে বিষয়টির দিকে নজর রাখছেন টাইগারদের নতুন কোচ ফিল সিমন্স। গতকাল প্রথমবার মিডিয়ার মুখোমুখিতে সাকিবের বিষয়ে কোনো কথা বলেননি টাইগার কোচ, ‘আমার প্রথম ব্যাপার হচ্ছে ক্রিকেট। আমার সামনে যে স্কোয়াড আছে, তাদের প্রথম টেস্টের জন্য প্রস্তুত করা। গত দুই দিন দুর্দান্ত ছিল, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ক্রিকেটের বাইরের সব দ্বিধা দূরে রেখে আমরা ক্রিকেটে মনোযোগ দিতে চাই।’ সাকিবকে কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের সঙ্গে তুলনা করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ অ্যাশওয়েল প্রিন্স, ‘অলরাউন্ডার সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা জ্যাক ক্যালিস আমাদের জন্য যেমন ছিল তেমন।’
কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট খেলার আগে সাকিব মিডিয়াকে জানিয়েছিলেন, টেস্ট ক্যারিয়ার শেষ করতে চান ‘হোম অব ক্রিকেট’ মিরপুর স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে। ৩৭ বছর বয়সি বিশ্বসেরা ক্রিকেটারের ইচ্ছা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল আওয়ামী সরকারের সংসদ সদস্য পদ। এ ছাড়া জুলাই আন্দোলনে একজন গার্মেন্টকর্মী হত্যার আসামি করা হয় সাকিবকে। এমন সব অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সাবেক অধিনায়ককে কোনোভাবেই দেশের মাটিতে খেলতে দিতে রাজি নন। তারা বিশ্বসেরা অলরাউন্ডারের বিপক্ষে লাগাতার আন্দোলন করেন। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিছুদিন আগে সাকিবের দেশে ফেরা ও ছাড়ার ক্ষেত্রে আইনি কোনো ঝামেলা হবে না জানিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পাওয়ার পর বিসিবি মিরপুর টেস্ট স্কোয়াড ঘোষণা করে সাকিবকে নিয়ে। স্কোয়াড ঘোষণার পরপরই আন্দোলন জোরদার করে ‘মিরপুর ছাত্র-জনতা’ ব্যানারের শিক্ষার্থীরা। তাদের প্রতিবাদে বিসিবি শেষ মুহূর্তে সাকিবকে বাদ দিয়ে আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে দলভুক্ত করে। বাদ পড়ার আগে সাকিব ঢাকায় দলের সঙ্গে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রওনা দেন। দুবাই আসার পর তার যাত্রা বাতিল হয়ে যায়। অনাকাক্সিক্ষত ঘটনার জন্ম হতে পারে, সেই বিবেচনায় ক্রীড়া উপদেষ্টা দেশে না ফেরার পরামর্শ দেন সাকিবকে। দেশে আসতে না পেরে হতাশ সাকিব দুবাই থেকে জানান, ‘তিনি জানেন না, তার পরবর্তী ঠিকানা কোথায়। তবে তিনি দেশে আসছেন না, এটা নিশ্চিত।’ সাকিব দেশের মাঠে বিদায়ি টেস্ট খেলতে পারবেন না, এজন্য সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের পেজে হতাশা মেশানো একটি লেখা পোস্ট করেন কোচ সালাউদ্দিন। মিরপুর টেস্ট খেলা হচ্ছে না ৩৭ বছর বয়সি অলরাউন্ডার সাকিবের। চট্টগ্রামেও সম্ভাবনা কম। তাহলে কানপুরেই হয়তো ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন সাকিব। যদি ক্যারিয়ার শেষ হয়ে যায়, তাহলে নিশ্চিত করে কালের গহ্বরে চিরতরে হারিয়ে যাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান।