চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আমিরুল হক বলেছেন, দেশের অর্থনীতি সচল রাখতে হলে দেশি শিল্পকারখানাগুলোর সুরক্ষা দিতে হবে। নিশ্চিত করতে হবে ব্যবসাবান্ধব পরিবেশ। অনুকূল পরিবেশ না থাকলে দেশে বিনিয়োগ হয় না। সরকারের উচিত শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে ব্যবসাবাণিজ্যসংক্রান্ত সমস্যার সমাধান করা। তাতে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। এর সুফল পাবে মানুষ।
আমিরুল হক সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি দীর্ঘদিন ধরে শিপিং, সিমেন্ট খাতসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে সিকম গ্রুপের চেয়ারম্যান। প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক। আমিরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যে কোনো সরকারের উচিত শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বসে কথা বলা। কোনো সমস্যা আছে কি না, তা শোনা। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। অনেক ক্ষেত্রে দেখা যায়, শুধু এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হয়। মালিকপক্ষের মতামত তেমন একটা প্রাধান্য পায় না। এতে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। যদি মালিকপক্ষেরও মতামত নেওয়া হয়, তাহলে সুন্দর সমাধান বেরিয়ে আসে। আমরা ব্যবসায়ীরা তো অন্য অনেকের মতো দাবিদওয়া আদায়ের জন্য রাস্তায় নামতে পারি না। সরকারেরই উচিত আমাদের সঙ্গে বসা। সে সুযোগ তৈরি করে দেওয়া। তাই আমি মনে করি, সরকারের একজন উপদেষ্টা বা সংশ্লিষ্ট সচিব প্রতিদিন অন্তত ২ ঘণ্টা করে সময় দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করলে তাতে অনেক সমস্যার সমাধান হয়। অন্যের কাছ থেকে শুনে সিদ্ধান্ত নিলে লাভ হয় না। ব্যবসায়ীদের ডাকতে হবে। তাঁদের সমস্যার কথা শুনতে হবে। এক প্রশ্নের জবাবে এ শিল্পোদ্যোক্তা বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ অবশ্যই প্রয়োজন। সে পরিবেশ না থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না। আবার শুধু বিদেশি বিনিয়োগে দেশ চলে না। দেশি বিনিয়োগের সুরক্ষা এবং বৃদ্ধিতেও নজর দিতে হবে। ব্যবসাবান্ধব পরিবেশ ছাড়া বিনিয়োগ হয় না। অনেক ব্যবসায়ী কলকারখানা করেছেন। উৎপাদন হচ্ছে। সেখানে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এসব শিল্পকারখানার স্বার্থ দেখতে হবে। শিল্পের সুরক্ষা দিতে হবে। তা না হলে বিনিয়োগ কমে যেতে পারে। আমিরুল হক বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে শিল্প খাতকে প্রাধান্য দিতে হবে। দেশি উৎপাদন ঠিক রাখতে হবে। যদি তা না হয় দেশে শুধু ট্রেডিং ব্যবসা চালু থাকবে। ট্রেডিং ব্যবসার ওপর নির্ভর করে অর্থনীতি শক্তিশালী হয় না। দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমাতে হবে উল্লেখ করে এই ব্যবসায়ী বলেন, একটি ট্রেড লাইসেন্সের জন্য এক থেকে দুই বছর ঘুরতে হয়। শিল্পকারখানায় ঠিকমতো পানি, গ্যাস, বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় না। গ্যাস, বিদ্যুৎ ঠিক রাখতে না পারলে সুফল মিলবে না। ইকোনমিক জোনগুলোয় আরও সুযোগসুবিধা নিশ্চিত করতে হবে। বিদেশে কলকারখানায় গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ পেতে লবিং করতে হয় না। আমাদের দেশেও যেন একই পরিবেশ থাকে।