মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে বিক্ষোভ চলাকালে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিকে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
দুজন কারাগারে : পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দসংবলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে দুই পক্ষের বিক্ষোভ চলাকালে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া দুজন হলেন- আরিফ আল খবির (৩৮) ও মো. আব্বাস (২৪)। এর মধ্যে আরিফ আল খবির দিনাজপুর জেলা সদরের ঈদ-গাঁ গ্রামের মো. হোসেন আনসারীর ছেলে এবং মো. আব্বাস মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার কালিঘাটের বাদশা মিয়ার ছেলে।
গতকাল সন্ধ্যায় তাদের মতিঝিল থানায় দায়ের হওয়া সাধারণ ডায়েরিতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক কাজী আরমান হোসেন। অন্যদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় নিয়মিত মামলা রুজু হবে কি না সে বিষয়ে তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন বিচারক।
সরকারের নিন্দা : শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এই হামলা তদন্তে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।
বার্তায় উল্লেখ করা হয়, জুলাই বিপ্লবের সত্যিকারের চেতনায় উদ্বুদ্ধ হয়ে, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে, বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। যারা ঐক্য, শান্তি ও আইনশৃঙ্খলা বিনষ্ট করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।