তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ব্রিটিশ মানবাধিকার-বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স। মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যে এটি ঢাকায় তার প্রথম সফর। গতকাল সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাইকমিশন জানায়, সফরকালে ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকার, মানবাধিকার রক্ষাকারী এবং অন্য অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। তিনি মানবাধিকার দূত সরকারের উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ন্যায়বিচার ও জবাবদিহিতা, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন।
ব্রিটিশ মানবাধিকারবিষয়ক উপরাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক : ব্রিটিশ সরকারের মানবাধিকারবিষয়ক উপরাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। গতকাল বিকাল সাড়ে ৩টায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ড. আবদুল মঈন খান বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটিরও সদস্য এবং শামা ওবায়েদ চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটিরও সদস্য।