সম্প্রতি ঢাকার শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে এক যুবকের মোবাইল, মানিব্যাগের সঙ্গে জামা-জুতা খুলে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা এবং ভোলার চরফ্যাশন থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- আসলাম, আলামিন ও কবির। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতি জব্দ করা হয়েছে।
ডিবি তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন বলেন, গ্রেপ্তার তিনজনই জহির গ্রুপের সদস্য।
গত শুক্রবার ভোরে শ্যামলী ২ নম্বর সড়কের কাজি অফিসের দিক থেকে ছাতা হাতে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এ সময় তার পেছন দিক থেকে একটি বাইকে আসা তিনজন শিমিয়নের কাছে এসে থামতে দেখা যায়। এরপর বাইকে থাকা দুজন নেমে শিমিয়নের মোবাইল মানিব্যাগ ও ব্যাগ কেড়ে নেয়। দুজনেরই হাতে থাকা চাপাতি দিয়ে বারবার ভয় দেখানো হচ্ছিল। একপর্যায়ে ছিনতাইকারীরা যুবকের জামা-জুতাও খুলে নিয়ে বাইকে করে চলে যায়।