রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ধ্বংসস্তূপে এখনো পড়ে আছে সপ্তম শ্রেণির ছাত্র আফনান ফাইয়াজের বই-খাতা। একটা অগ্নিনির্বাপণ সিলিন্ডারের পাশে অনেকটা সাজানোই রয়েছে সেগুলো। তবে বই-খাতাগুলোর মালিক এখন এ পৃথিবী থেকে বহু দূরে। সোমবার স্কুল কম্পাউন্ডে বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারিয়েছে ফাইয়াজ। আগুনের লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হওয়া শিশুটির লাশ ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গতকাল বেলা ৩টার দিকে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো জায়গাটি ক্রাইম সিন দিয়ে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাতাসে ভাসছে জ্বালানি তেলের ঝাঁজালো গন্ধ। সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে বই-খাতা, পোড়া স্কুলব্যাগ, টিফিন বক্স, জুতা, পানির বোতল, চামচ, প্রথম সাময়িক মূল্যায়নপত্র, বই-খাতা ভর্তি পোড়া ব্যাগ, সিলেবাসসহ শিশুদের ব্যবহার্য নানা জিনিসপত্র। যুদ্ধবিমানটি আঘাত হানা ক্লাসের পাশেই স্তূপ করে রাখা হয়েছে শিক্ষার্থীদের বই ভর্তি অনেক ব্যাগ। আধপোড়া ব্যাগের ভিতর থেকে উঁকি দিচ্ছে বইপত্র। গেট দিয়ে ঢুকতেই ধ্বংসস্তূপের একেবারে কাছে বাম পাশে চোখে পড়ল অনেক বই-খাতা যেন সাজিয়ে রাখা হয়েছে। সেগুলোতে নাম লেখা আফনান ফাইয়াজ। সপ্তম শ্রেণি। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল দুপুরে ২৭ জন নিহত ও চিকিৎসাধীন ৭০ জন আহতের তালিকা প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে নিহতের তালিকার দ্বিতীয় নম্বরে দেখা গেল আফনান ফাইয়াজের নাম। ঘটনাস্থলে শুধু ফাইয়াজ নয়, পঞ্চম শ্রেণির ছাত্র আবু বক্কর সিদ্দিক, ষষ্ঠ শ্রেণির ছাত্র এসএম রুহান, জাওয়াদ আফসান, সাদ আহনাফ চৌধুরী, আদিত্য সাহা, আজরিন করিম, তৃতীয় শ্রেণির ছাত্রী আয়েশা তাইয়েবাসহ অসংখ্য শিশু শিক্ষার্থীর বই-খাতা পড়ে আছে। অনেক বই-খাতা আংশিক পুড়ে যাওয়ায় ও ময়লা হওয়ায় নাম দেখা যায়নি। ফাইয়াজ ছাড়া অন্য যাদের বইপত্র ধ্বংসস্তূপে পড়ে আছে, তাদের নাম স্বাস্থ্য অধিদপ্তরের হতাহতদের তালিকায় পাওয়া যায়নি। তারা কোথায় কীভাবে আছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দ্বিতল ভবনটির নিচ তলার যে শ্রেণি কক্ষে প্লেনটি সরাসরি আঘাত হানে, তার ভিতরে কিছুই অক্ষুণ্ন নেই। আশপাশের কক্ষগুলোও পরিণত হয়েছে পোড়া ধ্বংসস্তূপে। ওপরের তলারও কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের আঁচে বেঁকে ঝুলে পড়েছে ফ্যান। খসে পড়েছে দেয়ালের পলেস্তারা।
শিরোনাম
- কুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত পারমিতা ত্রিপাঠী
- রাস্তা অবরোধ বরদাশত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিম্মি মুক্তিতে একমাত্র বাধা নেতানিয়াহু, ভুক্তভোগীদের পরিবার
- বাংকার থেকে জেল, বিচ্ছেদ পেরিয়ে এবার রাষ্ট্রক্ষমতার দৌড়ে ‘লৌহমানবী’
- ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো
- চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার বাতিলের দাবিতে মানববন্ধন
- ৫ টন চাল, ৬০০ কেজি পেঁয়াজ, এক কড়াইয়ে রেকর্ড রান্না
- মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
- ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
- সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
- ৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা
- ফরিদপুরে রেল-সড়কপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
- সরকার পরিবর্তনের ডাক দিয়ে যুক্তরাজ্যে নতুন ভোটের আহ্বান মাস্কের
- আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, টিটিপির ৩৫ সদস্য নিহত
- সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
- রাজধানীতে বৃষ্টিতে যানজটে ভোগান্তি
- পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- নেপালের পর্যটন খাত বিপর্যস্ত, ২ দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি
- কক্সবাজারে ধর্ষণে বাধা দেওয়ায় স্ত্রীর সামনে স্বামীকে হত্যা