জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এত বেশি আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসেন না কেন? গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘অর্পণ আলোক সংঘ’-এর উদ্যোগে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ ‘মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, কালকে (শুক্রবার) কয়েকটা সমাবেশ হয়েছে বিভিন্ন বিভাগ পর্যায়ে। একটা পত্রিকায় হেডলাইন দেখলাম কোথাও বলেছেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, আর বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাইসব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে, নাকি জনগণ করবে। কিন্তু আমার জবাবটা এখানে সে রকম না, আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন!’ জামায়াতের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি, আরও কিছুদিন পরে বলব। প্রশ্ন রেখে তিনি আরও বলেন, কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপৎ সঙ্গী হিসেবে সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিলে তো আবার অসুবিধা ২০২৪ সালে ৭ জানুয়ারি ‘আমি-ডামি’ নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন। সালাহউদ্দিন আহমদ বলেন, তারা যদি যুগপতের সঙ্গী হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা ২৮টা দল ‘আমি-ডামি’ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গী হয়েছিল তারা কি মহাপাপী? মানে আপনাদের সঙ্গে সঙ্গী হলে যুগপতে তাদের কোনো পাপ নাই- এই নীতি সঠিক নয়। আর যাদের ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হয়নি কিন্তু তার আগের সব নির্বাচনে যারা ‘হাত পাখা’ দিয়ে বাতাস করেছে তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার ওপরে মহা আক্রমণ।
তিনি বলেন, আলোচনার টেবিল এবং আন্দোলন দুটি যদি একই ইস্যুতে হয় তাহলে এটা স্ববিরোধিতা। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে পিআর যদি চাইতেই হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, হাজার দুই-তিনেক লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল?
সংলাপে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারে সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয় এনসিপিকে। গণমাধ্যমের দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে তারা আরও শক্তি সঞ্চার করবে বলেও মন্তব্য করেন এই এনসিপি নেতা।