ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল সকালে উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় দফায় দফায় ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। রাতেই বিষয়টি উত্তপ্ত রূপ নেয় এবং একপর্যায়ে দুর্গাপুর এলাকার বড়বাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে গতকাল সকাল ৮টায় উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায়। বেলা ১১টা পর্যন্ত চলা এ সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। রাফে মোহাম্মদ ছড়া বলেন, বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।