বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

গবেষণা- নির্ভর ব্যবসা করতে চায় ক্যাল সিকিউরিটিজ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পুঁজিবাজারে গবেষণাভিত্তিক ব্যবসা পরিচালনা করতে চায় ক্যাল সিকিউরিটিজ। বিনিয়োগকারীকে সঠিক বিনিয়োগে সহায়তা করতে চায় প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে শেয়ার কেনাবেচায় স্টক ব্রোকার লাইসেন্স পেয়েছে। গতকাল রাজধানীর বিজয়নগরে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবসা পরিকল্পনা তুলে ধরেন কোম্পানির চেয়ারম্যান অজিত ফার্নান্দো। সংবাদ সম্মেলনে কোম্পানির পরিচালক দিনেশ পুষ্পরাজা, প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সাহা, প্রধান পরিচালন কর্মকর্তা জুবায়ের মহসীন কবির, ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব রিসার্চ আহমেদ ওমর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর