দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমের দেশ ইকুয়েডরে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।
শুক্রবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
সম্প্রতি একের পর এক ভূমিকম্পের আঘাতে দেশটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গত শনিবার ১৬ এপ্রিলের শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আারো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এছাড়া এ ভূমিকম্পে আহত হয়েছেন অারো কমপক্ষে ৪ হাজার ৬ শ' মানুষ। সেইসঙ্গে এখনো আরো প্রায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবারের ভূমিকম্পের পর অনেকগুলো পরকম্পন [আফটারশকস] অনুভূত হয়েছে।
শনিবারের ৭.৮ মাত্রার ভূমিকম্পের ধাক্কা সামলানোর মাঝেই ফের একই স্থানে স্থানীয় সময় বুধবার ভোরের আগে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির প্রশান্ত মহাসাগরীয় উত্তরপশ্চিম উপকূলস্থ মুইজনে দ্বীপের ২৫ কিলোমিটার অদূরে ভূমিকম্পটি আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়। এরইমধ্যে ফের কেঁপে উঠলো লাটিন আমেরিকান অন্যতম তেল উৎপাদনকারী দেশটি।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ