দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত দ্বীপে এবার সামরিক বিমান পাঠাল বেইজিং। ওই দ্বীপে নির্মাণ কাজ করার সময় আহত কয়েকজন শ্রমিককে ফিরিয়ে আনার জন্যেই নাকি ওই বিমান পাঠানো হয়েছে বলে দাবি বেইজিংয়ের।
চীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যখন বিমানটিকে ফেয়ারি ক্রস রিফ দ্বীপে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, তখন বিমানটি টহলে ছিল। বিমানটি সেখান থেকে আহত তিন শ্রমিককে নিয়ে চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চলীয় হেইনান প্রদেশে যায়।
বলা হয় ফেয়ারি ক্রস রিফ দ্বীপকে মানুষের তৈরি দ্বীপে পরিণত করেছে চীন। এই দ্বীপে বিমানবন্দরের রানওয়ে তৈরির কাজ শেষ হওয়ার পর গত জানুয়ারিতে তিন দফায় বাণিজ্যিক বিমান যায় সেখানে। দ্বীপটি ভিয়েতনামের কাছে অবস্থিত।
সাম্প্রতিক বছরগুলিতে বেইজিং দক্ষিণ চীন সাগরে রাডার ব্যবস্থাসহ নানা ধরনের কেন্দ্র নির্মাণ করেছে। বেইজিংয়ের এই ধরণের তৎপরতা যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে।
এছাড়া, আমেরিকা চীন-বিরোধী দেশগুলোর পক্ষ নিয়েছে। এ নিয়ে আমেরিকা ও দক্ষিণ চীন সাগরের তীরবর্তী দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা বেড়েছে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-০৯