ঐতিহাসিক পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র। ২০ মার্কিন ডলারের নোটে প্রাক্তন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের পরবির্তে ছবি বসতে যাচ্ছে দাসপ্রথা উচ্ছেদ আন্দোলনের নেত্রী হ্যারিয়েট টাবম্যানের ছবি।
যদিও সময় লাগল প্রায় ১০০ বছর। মার্কিন ব্যাঙ্ক নোটে (ডলার বিলে) প্রথম মহিলা হিসাবে শুধু নয়, প্রথম আফ্রো-আমেরিকান হিসাবে স্থান পেলেন হ্যারিয়েট। ১৮২০ সালে জন্মেছিলেন হ্যারিয়েট। তিনি শতাধিক ব্যক্তিকে এই নিষ্ঠুর প্রথার হাত থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন।
নোটের পিছনে হোয়াইট হাউসের সঙ্গে থাকবে রাষ্ট্রের সপ্তম প্রেসিডেন্ট ও দাস-মালিক জ্যাকসনের ছবি।
আমেরিকার অর্থসচিব জ্যাকব জে লিউ বুধবার বলেন, যারা মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন, মার্কিন ডলারের নতুন ১০ টাকার নোটে, ৫ টাকার নোটে তাদের ছবি বসবে।
একটি খোলা চিঠিতে আমেরিকানদের উদ্দেশ্যে লিউ জানিয়েছেন নতুন এ ১০ ডলার নোটের পরিবর্তনের কথা। মহিলাদের ভোটাধিকারের শতবর্ষে ২০২০ সালের মধ্যেই এই নতুন নকশার ডলার বাজারে আসবে বলে জানান লিউ।
ঐতিহাসিক সাফরেজ মুভমেন্টের ছবিও থাকবে এতে। উডরো উইলসন প্রেসিডেন্ট থাকাকালীন ১৯১৩ সালের ৩ মার্চ অ্যালিস পলের নেতৃত্বে মহিলাদের সমানাধিকার ও ভোটাধিকারের জন্য সাফরেজ মুভমেন্ট শুরু হয়।
সেই আন্দোলনের নেতা লুক্রেসিয়া মোট, সোজর্নার ট্রুথ, সুসান বি অ্যান্থনি, এলিজাবেথ ক্যাডি স্ট্যানটনকে সম্মানজ্ঞাপন করা হবে। আলেকজান্ডার হ্যামিলটনের ছবি থাকবে ১০ ডলারের নোটে।
লিঙ্কন-স্মরণে লিউ ঘোষণা করেছিলেন গণতন্ত্রের মুখ মারিয়ান অ্যান্ডারসন, এলিয়ানোর রুজভেল্ট, মার্টিন লুথার কিং জুনিয়রকে নতুন ৫ ডলারের নোটে সম্মান জানানো হবে। লিউ চিঠিতে লিখেছেন, ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং ফেডেরাল রিজার্ভের সঙ্গে কাজ করছে নতুন ২০ ডলার ও ৫ ডলারের নকশা নিয়ে।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-১১