আইএসআইএলের (ইসলামিক এস্টেট ইন ইরাক এন্ড লেভান্ট) কাছে শান্তির বার্তা পাঠিয়ে শিরশ্ছেদ করা এক ব্যক্তির ছবি পেয়েছেন ভারতে ‘আধ্যাত্মিক গুরু’ হিসেবে পরিচিত শ্রী শ্রী রবিশঙ্কর।
শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, ‘আমি সম্প্রতি আইএসআইএল-এর সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা আমাকে শিরশ্ছেদ করা এক ব্যক্তির লাশের ছবি পাঠিয়েছে। এভাবে আইএসআইএল-এর সঙ্গে আমার শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে।’
৫৯ বছর বয়সী এই ধর্ম গুরু গণমাধ্যমকে আরো বলেন, ‘আমার মনে হয় আইএসআইএস কোনো শান্তির আলোচনা চায় না। এ জন্য সেনাবাহিনীকেই তাদের মোকাবিলা করতে হবে।’
রবিশঙ্কর বলেন, তার উদ্দেশ্য সব সংস্কৃতির, ধর্মের, বিশ্বাসের এবং মতাদর্শকে একসঙ্গে যুক্ত করা।
এদিকে রাজ্যে বেশ কয়েকটি বৈঠক করে শ্রী শ্রী রবিশঙ্কর ভারতের উত্তর-পূর্ব ক্ষেত্রে শান্তি আনার প্রয়োজনের ওপরে বিশেষ জোর দেন। সংশ্লিষ্ট এলাকার উগ্রবাদী সংগঠন এবং সরকারের মধ্যে শান্তি আলোচনার জন্য অনুরোধও জানান তিনি। পরে তিন দিনের ত্রিপুরা সফর শেষে বৃহস্পতিবার কোলকাতার উদ্দেশ্যে রওয়ানা হন শ্রী শ্রী রবিশঙ্কর।
এর আগে গত জানুয়ারিতে ‘অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন’ প্রধান ও সংসদ সদস্য ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসিকে হুমকি দিয়েছিল আইএসআইএল।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/ হিমেল-১২