ভারতের অরুণাচল প্রদেশে ভূমিধসে নিহত হয়েছেন অন্ততপক্ষে ১৬ জন শ্রমিক। নিখোঁজ আছেন আরও বেশ কয়েকজন শ্রমিক। গত কয়েকদিন ধরে একটানা বর্ষণে আজ শুক্রবার রাজ্যটির তেওয়ান জেলায় একটি শ্রমিক শিবিরে এ ধস নামে।
তেওয়াং শহরের অতিরিক্ত ডেপুটি কমিশনার (সদর) লড গাম্বো জানান, এদিন ভোর তিনটা নাগাদ এই ভূমিধসের ঘটনাটি ঘটে। সেসময় ওই শিবিরের মধ্যে প্রায় ১৭ জন নির্মাণ শ্রমিক ছিলেন। এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা গেছে। নিখোঁজ শ্রমিকদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে একটানা বর্ষণের ফলে সীমান্তবর্তী এই জেলার একাধিক জায়গায় ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। ধবংসস্তুপ সরিয়ে উদ্ধারকাজের জন্য দু'টি পে-লোডার আনা হয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল।
অন্য এক পুলিশ কর্মকর্তা নবীন পেয়াং জানান, 'তেওয়াং শহরে একটি নির্মাণ সাইটের পাশে একটি শ্রমিক শিবির ধসে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। ১৬ জনের লাশ উদ্ধার করা গেলেও ধংসস্তুপের নিচে আর ও দুজনের লাশ চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। মাটি থেকে প্রায় ৭৫০০ ফুট উচ্চতায় এই ধস নেমেছে বলেও জানান পেয়াং।
ভূমিধসের ফলে নিউ লেবরং এবং সরকারি উচ্চবিদ্যালয়ের মধ্যে পিডব্লিউডি সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একাধিক সরকারি ভবন, বাসাও ভেঙে পড়েছে।
ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে জানানো হয়, 'অরুণাচল প্রদেশের তেওয়াং জেলায় ধসে প্রাণহানির ঘটনায় শোকজ্ঞাপনের পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ