যুক্তরাজ্যের পাঁচটি পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে আজ মঙ্গলবার প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জনমত জরিপে এর প্রতিটিতে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। এই অঙ্গরাজ্যগুলোতে রয়েছে উল্লেখযোগ্য আফ্রিকান-আমেরিকান জনসংখ্যা। এক রোড আইল্যান্ড ছাড়া বাকি চারটি রাজ্যেই এগিয়ে হিলারি। কোনো কোনোটিতে স্যান্ডার্সের সঙ্গে তার ব্যবধান ১০ বা তার চেয়েও বেশি পয়েন্ট।
আফ্রিকান-আমেরিকান ও হিস্পানিক অভিবাসী ও পঞ্চাশোর্ধ্ব নারীর সমর্থনের কারণে হিলারি প্রধান রাজ্যগুলোতে বড় জয় পেয়েছেন। নিউইয়র্কে তিনি স্যান্ডার্সকে ১৬ পয়েন্টে হারিয়েছেন।
জনমত জরিপ অনুযায়ী, নির্বাচনে ট্রাম্প তার অবশিষ্ট দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২০ পয়েন্ট (পেনসিলভানিয়া) থেকে ৩৭ পয়েন্টে (রোড আইল্যান্ড) এগিয়ে। নির্বাচনী বিশ্লেষকেরা বলছেন, আজকের নির্বাচনের পর ট্রাম্পের জন্য সবচেয়ে বড় পরীক্ষা আসবে আগামী ৩ মে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ রশিদা