প্যালেস্টাইনের দিমা আল-ওয়ায়ি। ১২ বছর বয়সী এই কিশোরীকে ইজরায়েল সীমান্তে ছুরি হাতে পাওয়া গিয়েছিল। এরপর তাকে অভিযুক্ত করে সাড়ে চার বছর কারাদণ্ডের সাজা দিয়েছিল ইজরায়েল। দিমা আল-ওয়ায়িই ছিল ইজরাইলের জেলখানায় প্যালেস্টাইনের সবথেকে ছোট কয়েদি। তাকে এবার নিঃশর্ত মুক্তি দিল ইজরায়েল।
উল্লেখ্য, সারা বিশ্বের কাছেই ইজরায়েল ও প্যালেস্টাইনের ঠাণ্ডা যুদ্ধের কথা অজানা নয়। কখনও ইজরায়েলের সীমান্ত থেকে ধেয়ে আসা আগ্নেয়াস্ত্র ক্ষত বিক্ষত করছে প্যালেস্টাইনের শরীর। আবার কখনও সীমান্তে বুলেট হামলা। মায়ের গর্ভেই শিশু শুনতে পায় বোমার আওয়াজ।
হঠাৎ কেঁপে ওঠা আঁতুড় ঘর থেকে যে শিশুর জন্ম, সে ইজরায়েল মানেই বোঝে এক রক্তচক্ষুর মানুষকে। নানা কারণেই ইজরায়েলের সৈন্যের কাছে আটক হয়েছে প্যালেস্টাইনের অসংখ্য শিশু।
এদিকে এই রাজনৈতিক পরিস্থিতে দিমা আল-ওয়ায়ির মুক্তি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
বিডি-প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৬