ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দেশটির মন্ত্রিসভার ছয়টি পদে রদবদল করেছেন। মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবেই এমনটি করা হলো।
স্থানীয় গণমাধ্যম জানায়, আলা গণি স্বাস্থ্যমন্ত্রী, হাসান আল-জনাবি পানিমন্ত্রী, ওয়াফা আল-মাহাদাভি শ্রমমন্ত্রী, আলী আব্দুররাজ্জাক ঈসা শিক্ষামন্ত্রী, আলী আলা দাশার বিদ্যুৎমন্ত্রী এবং আকলি আল-মাহদিকে সংস্কৃতিবিয়ষক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল ২০১৬/শরীফ