মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে সর্বশেষ যে কথাটি জোর আলোচিত হচ্ছে তা হলো অস্ত্রোপচার করে তার দুই পা নাকি কেটে ফেলতে হবে। ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেল সোমবার রাতে দাউদের ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে এখবরটি জানায়।
টিভি চ্যানেলটি জানায়, কোন একসময় দুই পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন দাউদ। এমনিতে অস্বাভাবিক উচ্চ রক্তচাপ ও মাত্রাতিরিক্ত সুগারের সমস্যা রয়েছে তার। যার ফলে পায়ের চোট মারাত্মক আকার নিয়ে গ্যাংগ্রিনের দিকে মোড় নিয়েছে। শক্তিশালী ইঞ্জেকশনেও গ্যাংগ্রিন প্রতিরোধ করা সম্ভব হয়নি। পচন দ্রুত ছড়িয়ে পড়ায় ডনের জীবন এখন সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, দুই পা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই।
এদিকে, দাউদের ঘনিষ্ট ছোটা শাকিল এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ডন সম্পূর্ণ সুস্থ আছেন। আপনাদের কাছে ভুল খবর রয়েছে। ভাই একদম ঠিকঠাক আছেন।
কিন্তু দাউদ যদি সুস্থই থাকেন তাহলে এমন গুজব রটবে কেন? যা রটে তাতে কিছুটা সত্যতা তো থাকেই! আসলে লিয়াকত ন্যাশনাল হাসপাতাল এবং কম্বাইন্ড মিলিটারি হাসপাতালের কয়েকজন চিকিৎসককে সম্প্রতি করাচির ক্লিফটন এলাকায় দেখা গেছে। যেখানে অবস্থিত দাউদের বাড়ি। তার পরেই রটে গেছে ডনের দুই পা কেটে ফেলতে হবে।
বিডি-প্রতিদিন/ ২৭ এপ্রিল, ২০১৬/ রশিদা