অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে আরিফা মাসউদ নামের প্রথমবারের মতো কোনো এক মুসলিক নারীকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির রাজ্য সরকার।
স্থানীয় সময় মঙ্গলবার ভিক্টোরিয়ার অ্যাটর্নি জেনারেল মার্টিন পাকুলা গণমাধ্যমে এ খবর নিশ্চিত করেন।
শ্রীলংকান বংশোদ্ভুত আরিফা মাসউদ ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী নেন।
প্রসঙ্গত, আরিফা মাসউদ ২০০৩ সালে ফৌজদারি আইন অধ্যয়ন শুরু করেন এবং অস্ট্রেলিয়ায় নাগরিকদের আইনি সেবা এবং ট্যাক্স অফিসে কাজ করতেন। তিনি ২০০৪ সালে ভিক্টোরিয়ান বারের সদস্যপদ লাভ করেন।
তিনি ২০১২ সালে আইন কলেজের আইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। এ ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে পরিবার, শিশু ও ফেডালের আদালতে বিচারকার্য সম্পন্ন করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৬/মাহবুব