তাইওয়ানে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
বুধবার বাংলাদেশ সময় রাত ৯ টা ১৭ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির হুয়ালিয়ান এলাকা থেকে ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
বিডি-প্রতিদিন/ ২৮ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন