অস্ট্রেলিয়ার পরবর্তী সাধারণ নির্বাচন আগামী ২ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আজ দেশটির রাজধানী ক্যানবেরায় অবস্থিত গভর্নর জেনারেল পিটার কসগ্রোভের সরকারি বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। আজ দিনের শেষ দিকে পার্লামেন্ট হাউসে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা রয়েছে তার।
এর আগে প্রধানমন্ত্রী টার্নবুল তার জন্মশহর সিডনিতে অবস্থিত নিজ বাড়িতে স্ত্রী, কন্যা ও নাতি-নাতনিদের সঙ্গে বিশ্ব মা দিবস পালন করেন। খবর এপির
বিডি-প্রতিদিন/৮ মে ২০১৬/শরীফ