যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সামান্য চিজ বার্গারের জন্য বড় ভাইকে গুলি করে হত্যা করেছে ২৫ বছরের এক যুবক। এ ঘটনায় শনিবার ছোট ভাই বেনজামিন মিডেনডোর্ফকে গ্রেফতার করেছে পুলিশ। খবর স্কাই নিউজের।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বেনজামিন মিডেনডোর্ফ ৯-এমএম বন্দুক দিয়ে তার বড় ভাই নিকোলাস মিডেনডোর্ফকে (২৮) গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে বেনজামিন পুলিশে ফোন করে এ ঘটনার কথা জানায়।
বেনজামিনের বরাত দিয়ে পুলিশ জানায়, ওইদিন রাতে তাদের মা ঘর থেকে বেরিয়ে গেলে দুই ভায়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় বিবাদের এক পর্যায়ে ছোট ভাই বন্দুক দিয়ে বড় ভাইকে গুলি করে হত্যা করে। এরপর সে ৯১১ এ ফোন দিয়ে পুলিশকে জানায়, 'আমি এইমাত্র আমার ভাইকে ভুলবশত গুলি করেছি। আমরা ঝগড়া করছিলাম। বন্দুক নিয়ে আমি তাকে গুলি করেছি। হায় ঈশ্বর! একি করেছি।’
স্থানীয় পুলিশের মুখপাত্র ডেনিস রবার্ট চ্যানেল নাইনকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে আবেগজনিত কারণে। হয়তো রাগ কিংবা ক্ষোভের কারণে। কিন্তু মুখেই সীমাবদ্ধ থাকা উচিত ছিল ঝগড়াটি। সামান্য একটি চিজ বার্গারের জন্যই এত কিছু।’
বিডি-প্রতিদিন/০৯ মে, ২০১৬/মাহবুব