সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ দেশটির দীর্ঘস্থায়ী ও প্রভাবশালী তেলমন্ত্রী আলী আল নাইমিকে সরিয়ে দিয়েছেন। তার জায়গায় নতুন তেলমন্ত্রী করা হয়েছে রাষ্ট্রীয় তেল কোম্পানি 'সৌদি আরামকো'র প্রধান খালেদ অাল ফালিহকে। এর আগে তিনি দেশটির স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। খবর এএফপির
তেল খাত থেকে সাম্প্রতিককালে সৌদি অারবের রাজস্ব উদ্বেগজনকহারে কমেছে। এর প্রেক্ষিতেই সরকারে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে আলী আল নাইমিকে সরিয়ে দেয়া হলো।
সৌদি আরবের অর্থনীতি মূলত তেলনির্ভর। এ নির্ভরতা কমানোর লক্ষ্যে গত মাসে দেশটি একটি উচ্চাভিলাসী পরিকল্পনা ঘোষণা করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে সরকারে রদবদল আনা হচ্ছে। এরই শিকার সদ্য সাবেক এ তেলমন্ত্রী যিনি গত দুই দশকের বেশি সময় ধরে উক্ত পদে ছিলেন। বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক'র প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন আল নাইমি।
বিডি-প্রতিদিন/৯ মে ২০১৬/শরীফ