ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিএ ও এমএ ডিগ্রি যে ভুয়া নয় তার প্রমাণ দিলো ক্ষমতাসীন বিজেপি। আজ রাজধানী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মোদির অনার্স ও মাস্টার্স ডিগ্রির কপি জনসম্মুখে প্রদর্শন করেছেন দলটির প্রেসিডেন্ট অমিত শাহ। এ সময় তার সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলিও। সেইসঙ্গে মোদির বিশ্ববিদ্যালয় ডিগ্রি 'ভুয়া'-দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এমন অভিযোগের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি প্রেসিডেন্ট। খবর টাইমস অব ইন্ডিয়ার
মোদির বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রকাশ করার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে গত সপ্তাহে একটি চিঠি লিখেছিলেন কেজরিওয়াল। শুধু তাই নয়, কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টির একটি দল ভিসির সঙ্গে দেখাও করেছে। এছাড়া 'তথ্য জানার অধিকার' সংক্রান্ত একটি অাইনের আওতায় মোদির ডিগ্রিসংক্রান্ত তথ্য চেয়ে দেশটির সংশ্লিষ্ট দফতরে একটি আবেদনও করেছেন কেজরিওয়াল। এমনকি প্রধানমন্ত্রীর দফতরেও একটি চিঠি দেয়া হয়েছিল।
নরেন্দ্র মোদির বিএ ও এমএ ডিগ্রির কপি সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন অমিত শাহ। মোদির ডিগ্রি যে ভুয়া নয় তা নিশ্চিত করাতে কেজরিওয়ালকে একটি চিঠি দেয়া হবে বলেও জানান বিজেপি প্রধান।
উল্লেখ্য, মোদি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি ও ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব অার্টস ডিগ্রি লাভ করেছেন।
বিডি-প্রতিদিন/৯ মে ২০১৬/শরীফ