মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইরাকের আনবার প্রদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার আনবার প্রদেশে মার্কিন জোটের বিমান হামলায় আবু ওয়াহাব নামে ওই জঙ্গি নেতা নিহত হন। তিনি একসময় জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার সঙ্গে জড়িত ছিলেন। বিমান হামলার সময় তিনি আনবার প্রদেশের রুতবা শহরের কাছে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। ওই হামলায় তার সঙ্গে আরো তিন জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করেছে পেন্টাগন।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ সালাহ উদ্দীন