সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জারের ছোট ভাই ওয়াল্টার কিসিঞ্জারের বিরুদ্ধে গৃহকর্মীকে ঠকানোর মামলা হয়েছে। কেভিন কগ্যান এবং এলিজাবেথ কগ্যান নামের দুই গৃহকমী এ মামলা করেছেন।
ব্রুকলীনে অবস্থিত ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে এক মিলিয়ন ডলার ক্ষতিপূরণসহ কার্যকালিন সময়ের ন্যায্য পারিশ্রমিক দাবিতে গত শুক্রবার এ মামলা করেছেন গৃহকর্মীদ্বয়।
২০০৭ সাল থেকে কিসিঞ্জারের (৯১) বাড়িতে কাজ করছেন তারা। নিউইয়র্ক রাজ্যের লং আইল্যান্ডে হান্টিংটন বে এলাকায় ৪ একর জমির ওপর বিরাট প্রাসাদের রক্ষনাবেক্ষণসহ কিসিঞ্জারের অসুস্থ স্ত্রী ইউজেনী কিসিঞ্জারের সেবাও করেন এ গৃহকর্মীদ্বয়।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০০৭ সালে গহকর্মী হিসেবে নিযুক্তির পরই ঐ প্রাসাদ সংলগ্ন একটি অতিথি ভবনে উঠেন তারা। কিন্তু দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সে ভবনটি বসবাসের অযোগ্য ছিল। টয়লেট ছিল ব্যবহারের অনুপযোগী। ময়লা-আবর্জনার স্তুপ জমেছিল সারা বাড়িতে। স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর পদার্থ ছিল ভবন জুড়ে।
মামলায় অভিযোগ করা হয়েছে, গৃহকর্মীর দায়িত্বের মধ্যে ভেতরে ও বাইরের সবকিছুই করতে হয় তাদের। বাড়ি মেরামত থেকে ফুলের বাগান পরিচর্যার এমনকি বড়দিনের সাজসজ্জাও বাদ ছিল না। পালিত কুকুরের খাদ্য সরবরাহসহ অন্য কাজও করতে হয়েছে তাদের।
এই দীর্ঘ সময়ের মধ্যে কেবলমাত্র ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তারা কিছু অর্থ পেয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময়ে অসুস্থ ইউজেনী কিসিঞ্জারের সার্বক্ষণিক দেখাশোনা করতে হয়েছে। ২০১৪ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাস কাজ করতে হয় ওয়াল্টার কিসিঞ্জারের জন্যে। এ সময়ের পারিশ্রমিক হিসেবে কিছু অর্থ পেয়েছেন তারা। এর বাইরে সামান্য অর্থ তাদেরকে দেয়া হয় যা কোন ফর্মুলাতেই মেলেনা।
এদিকে মামলার বিবাদি ওয়াল্টার কিসিঞ্জার বাস করছেন ক্যালিফোর্নিয়ায়। মামলার সংবাদ জেনে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কারণ এই গহকর্মীদের সাথে তাদের নাকি আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ ব্যাপারে ওয়াল্টার বলেন, ‘তারা আমাদের সহায়-সম্পদ দেখাশোনা করতেন কন্ট্রাক্টের ভিত্তিতে’।
উল্লেখ্য, ওয়াল্টার কিসিঞ্জারের বড় ভাই হেনরী কিসিঞ্জার (৯২) পররাষ্ট্র মন্ত্রী ছিলেন রিচার্ড নিক্সন এবং জেরাল্ড ফোর্ডের আমলে। সদ্য স্বাধীন বাংলাদেশকে তিনি ‘তলা বিহীন ঝুরি’র দেশ হিসেবে আখ্যা দিয়েছিলেন। তার ছোট ভাইয়ের বিরুদ্ধে গৃহকর্মীদের ঠকানোর এ মামলা সমগ্র যুক্তরাষ্ট্রে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
বিডি-প্রতিদিন/ ১০ মে ১৬/ হিমেল-১২