ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকরের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ (ব্রিচ অফ প্রিভিলেজ নোটিশ) আনল কংগ্রেস। দেশটির সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভাতে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়। রাজ্যসভায় নোটিশ আনেন কংগ্রেসের শান্তারাম নায়েক।
শান্তারাম নায়েক জানান ‘অগাস্ট ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেলেঙ্কারিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করার জন্যই মোদি ও পারিকরের বিরুদ্ধে এই নোটিশ এনেছি। তারা দু'জনেই সংসদের বাইরে মিথ্যা কথা বলছেন।'
এদিন নোটিশ দেওয়ার পাশাপাশি কংগ্রেস সাংসদরা ওয়েলে নেমেও বিক্ষোভ দেখান। তাদের দাবি সরকার গণতন্ত্রকে হত্যা করছে এবং অভিযোগের রাজনীতি করছে।
তবে বিরোধীদের এই নোটিশকে মোটেও গুরুত্ব দিচ্ছে না সরকার পক্ষ। দেশটির অর্থমন্ত্রী ও রাজ্যসভার দলনেতা অরুণ জেটলি বলেন, একজন রাজনীতিবিদ আরেক জনের বিপক্ষে কোন কথা বললেও স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা যায় না।
কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, মন্তব্য করার বিষয়ে মোদির আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত। সংসদের ভেতর হোক কিংবা বাইরে হোক-প্রধানমন্ত্রী একইরকম আছেন। তিনি কোথায় কি বলছেন সে বিষয়ে আরও গ্রহণযোগ্যতা থাকা উচিত।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৬/মাহবুব