নেপালের পার্বত্য অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক নবজাতকসহ ৭ আরোহী নিহত হয়েছে। সোমবার রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা চুচেভিরে কপ্টারটি বিধ্বস্ত হয়।
নুয়াকোট চিফ ডিস্ট্রিক্ট কর্মকর্তা বিষ্ণু প্রসাদ পোখরেল রেডিও কান্তিপূরে বলেন, দুর্ভাগ্যকবলিত হেলিকপ্টারটির সব যাত্রীই নিহত হয়েছে এবং বিধ্বস্তস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৫ দিন বয়সী একটি অসুস্থ শিশুকে গ্রাম থেকে চিকিৎসার জন্য কাঠমান্ডু নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। শিশুটির সঙ্গে তার মা এবং দাদা-দাদী দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ