হিন্দুত্ববাদী নেতাদের হত্যা এবং ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দিতে নতুন জঙ্গি সংগঠন তৈরি করছে মুম্বাই বিস্ফোরণের মূলহোতা ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র সাম্প্রতিক একটি চার্জশিটে এমনই দাবি করা হয়েছে। খবর এবেলা।
প্রবীণ আরএসএস নেতা শিরিষ বাঙালি এবং বিজেপি নেতা প্রাজ্ঞেশ মিস্ত্রিকে গত বছর ২ নভেম্বর ভারতের গুজরাটের ভারুচে গুলি করে হত্যা করেছিল দুই যুবক। পুলিশের ধারণা, তারা দাউদের দলেরই সদস্য। ওই মামলার তদন্তে সম্প্রতি চার্জশিট জমা দিয়েছে এনআইএ।
সেই চার্জশিটের বিষয়বস্তু সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি পত্রিকার ওয়েবসাইটে। চার্জশিট অনুসারে, দেশের হিন্দুত্ববাদী নেতাদের হত্যা করে এবং বিভিন্ন গির্জায় মদ এবং পেট্রোল বোমা ছুড়ে গোষ্ঠী সংঘর্ষ উসকে দিতে চাইছে দাউদ। মোটা অংকের বেতন এবং বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে এ কাজের জন্য নতুন লোক নিয়োগও ইতিমধ্যে শুরু হয়েছে। পত্রিকাটির দাবি, সদ্য নিযুক্ত সদস্যদের বিভিন্ন গির্জাকে নিশানা করার নির্দেশ দিয়েছে দাউদ।
ভারতের গোয়েন্দারা সম্প্রতি সতর্কবার্তা দিয়েছিলেন, বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এবং গুজরাট হিংসাকে হাতিয়ার করে ভারতে হামলা চালাতে দাউদের দ্বারস্থ হয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা— আইএসআই। এনআইএ-ও দাউদের এ ধরনের পদক্ষেপের অন্যতম কারণ হিসাবে গুজরাট-দাঙ্গার বদলা নেওয়ার ইচ্ছাকেই তুলে ধরেছে। কেন্দ্রীয় সংস্থাটির দাবি, ২০০২ সালের গুজরাট দাঙ্গার বদলা নিতে চাইছে মাফিয়া ডন। তার নিশানায় রয়েছেন বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের বিভিন্ন নেতা।
চার্জশিট অনুসারে, দাউদের সঙ্গী জাভেদ পটেল ওরফে জাভেদ চিকনা এবং জিহাদ মিঞা ওরফে জাও হিংসা ছড়ানোর জন্য ইতিমধ্যেই অনেকের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। জাভেদ তার ভাই আবিদ এবং ইউনিস নামে একজনকে বিজেপিসহ অন্য হিন্দুত্ববাদী দলগুলির নেতাদের তালিকা তৈরির নির্দেশও দিয়েছে। চিকনা পাকিস্তান এবং জিহাদ দক্ষিণ আফ্রিকা থেকে এই সব কাজ চালিয়ে যাচ্ছে বলে খবর।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৬/মাহবুব