পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় একটি বেসামরিক হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক-আইনজীবীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর দ্য ডনের।
পাকিস্তানি গণমাধ্যমের খবর, সোমবার সকালে বিস্ফোরণের আগে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনওয়ার কাসি নিহত হন।
এরপর হাসপাতালে বিলালের মৃতদেহ দেখতে আইনজীবীরা যখন উপস্থিত হন তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। বিস্ফোরণের পর বেশ কিছু গুলির শব্দ শোনা যায়।
বিস্ফোরণের আগে সংবাদ সংগ্রহের কাজে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা হাসপাতালে অবস্থান করছিলেন। হামলায় ডনের এক ফটো সাংবাদিক আহত হয়। এছাড়া দেশটির 'আজ' টিভির ক্যামেরাম্যান শাহজাদ খান নিহত হন।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৬/মাহবুব