পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় একটি বেসামরিক হাসপাতালে বোমা হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং পাকিস্তান তালেবানের একটি অংশ। খবর দ্য ডনের।
সোমবার ওই হামলায় সাংবাদিক-আইনজীবীসহ অন্তত ৭০ জন নিহত এবং শতাধিক আহত হয়। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। একই সঙ্গে নিরাপত্তাবাহিনীকে তিনি তার ভাষায় সন্ত্রাসীদের ধ্বংস করার আহ্বান জানান।
এর আগে, সোমবার সকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনওয়ার কাসি নিহত হন।
দ্য ডনের খবরে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবানের একটা অংশ জামাত উল আহরার দাবি করছে, তারা বিলাল আনওয়ার কাসিকে হত্যা এবং পরবর্তীতে হাসপাতালে বোমা হামলা চালায়।
এদিকে, আইএসের মুখপাত্র আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের একজন শহীদ কোয়েটার আত্মঘাতী বোমা হামলা চালায়।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৬/মাহবুব