রিও অলিম্পিকে সাংবাদিকদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ৩ সাংবাদিকের সামান্য আহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার ১২ জন সাংবাদিককে বাসে করে গেমস ভিলেজে নিয়ে যাওয়ার সময় এই হামলা চালানো হয়।
মন্দার কবলে থাকা একটি দেশ কেন বিপুল অর্থ খরচ করে অলিম্পিকের আয়োজন করবে এমন প্রশ্ন তুলে প্রতিবাদে সামিল হয়েছে দেশের একটা বড় অংশের মানু্ষ। তারাই এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে সংগঠক কমিটির মুখপাত্র মারিও আন্দাজা বলেছেন, ‘গুলি চালানো হয়েছে না পাথর ছোঁড়া হয়েছে তা নিয়ে আমরা নিশ্চিত নই।’ তবে এক ব্রিটিশ দৈনিকের ফটোগ্রাফার ডেভিড দাভিস গুলি চালানো হয়েছে বলে দাবি করেছেন।
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/১০ আগস্ট ২০১৬/হিমেল-১৬