তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন।
সম্প্রতি দেশটিতে ঘটে যাওয়া ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তুরস্ক বিশেষ করে সিরিয়া ইস্যুতে রাশিয়ার প্রতি ঝুঁকে পড়েছে। আর সে পরিপ্রেক্ষিতেই ধারণা করা হচ্ছে পুতিনের সঙ্গে অনুষ্ঠেয় এরদোয়ানের বৈঠকেই সিরিয়ার ভবিষ্যত নির্ধারিত হবে।
এরদোয়ান নিজেও এ ব্যাপারে বলেন, এই সফর রাশিয়ার সঙ্গে তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক বলেই মনে হচ্ছে আমার কাছে। আর আমিও ব্যক্তিগতভাবে হৃদয়ের গভীর থেকে তুর্কী জাতির পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিন এবং রাশিয়ার জনগনকে স্যালুট জানাই।'
রাশিয়ার এক টেলিভিশনকে এসব কথা বলেন এরদোয়ান।
রাশিয়ার বার্তা সংস্থা টাসকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে এরদোয়ান পুতিনকে 'বন্ধু ভ্লাদিমির' সম্বোধন করে বলেন, আমাদের দু্ই দেশের একসঙ্গে এখনো অনেক কিছুই করার আছে।
এর আগে এরদোয়ান ঘোষণা করেন, 'সিরিয় সংকটের সমাধান রাশিয়াকে বাদ দিয়ে হবে না। একমাত্র রশিয়ার সহযোগিতায়ই আমরা সিরিয় সংকটের সমাধান করতে পারব।'
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন