ইরাকের রাজধানীর একটি হাসপাতালে বুধবার আগুনে পুড়ে কমপক্ষে ২০ সদ্যজাত শিশু মারা গেছে।
সিনহুয়ার বরাত দিয়ে বাসসের খবরে বলা হয় পশ্চিম বাগদাদে ইয়ারমুক হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে বুধবার ভোরে আগুন লাগে।
সূত্র জানায়, আগুন লাগার পর ধোঁয়ায় গোটা ওয়ার্ড আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণেই শিশুরা মূলত দমবন্ধ হয়ে মারা গেছে।
অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিক খবরে জানা গেছে, বৈদ্যুতিক কারণে আগুন লাগতে পারে।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন